বিশ্বের সবচেয়ে বয়স্ক জমজের স্বীকৃতি পেলেন জাপানের দুই বোন
জাপানের দুই বোনকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জমজ হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।
জাপানের শোডোশিমা দ্বীপে ১৯১৩ সালে জন্মগ্রহণ করেন উমেনো সুমিয়ামা এবং কওমে কোডামা নামের এই দুই জমজ বোন। সে হিসেবে তাদের বর্তমান বয়স ১০৭ বছর ৩০০ দিনের ওপরে।
তাদের পূর্বে এই রেকর্ড ছিল জাপানেরই আরও দুই জমজ বোন কিন নারিতা এবং জিন ক্যানির দখলে।
সোমবার (২০ সেপ্টেম্বর) এই ঘোষণা করা হয়; জাপানে বয়স্কদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য নির্ধারিত এই দিনটি দেশটিতে জাতীয় ছুটির দিনও।
জাপানের দুইটি ভিন্ন অংশে এই দুই বোনের বাস। ফলে বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে তাদের কাছে এই বিশ্বরেকর্ডের সনদ পৃথক পৃথকভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গিনেস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, গত ১লা সেপ্টেম্বরেই তাদেরকে নতুন রেকর্ডধারী হিসেবে চিহ্নিত করা হয়।
পূর্ববর্তী রেকর্ড ধারক কিন এবং জিন ১০৭ বছর ১৭৫ দিন বয়সে সবচেয়ে বয়স্ক জমজের খেতাব পেয়েছিলেন। কিন্তু ২০০০ সালে কিন এবং পরের বছরই জিন ১০৮ বছর বয়সে মারা যান।
জাপানি ভাষায় তাদের নামের অর্থ দাঁড়ায় সোনা এবং রূপা। গিনেস বিশ্বরেকর্ডের পর রীতিমত তারকা হয়ে উঠেছিলেন এই দুই প্রয়াত বোন।
এদিকে উমেনো এবং কওমের পরিবার জানিয়েছে, দুই বোন তাদের এই বয়স পর্যন্ত পৌঁছনো নিয়ে মাঝেমধ্যেই রসিকতা করে থাকেন। ব্যক্তিগত জীবনে উমেনো চার এবং কওমে তিন সন্তানের জননী।
উল্লেখ্য, বর্তমানে জাপানিদের আয়ু পৃথিবীর মধ্যে সর্বোচ্চ এবং সেখানে বয়স্ক ব্যক্তিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়।
গিনেসের মতে, সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তিটিও বর্তমানে জাপানি; কেন তানাকা নামে সে নারীর বয়স ১১৮ বছর।
- সূত্র- বিবিসি