এবারও কি আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়বে? যা বলছে এনবিআর
আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। নিয়ম অনুযায়ী কেউ এ সময়সীমার মধ্যে জমা দিতে না পারলে বিদ্যমান আয়কর আইন অনুসারে তাকে জরিমানা ও সুদ পরিশোধ করতে হবে।
তবে গত বছর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রিটার্ন দাখিলের সময়সীমা দুই মাস বাড়িয়েছিল। এ বছরও কি এনবিআর সময় বাড়ানোর কোনো পরিকল্পনা করছে?
'সময় বৃদ্ধি নিয়ে আমরা এখনো ভাবিনি। আমরা দেখি কী পরিমাণ রিটার্ন জমা হয়। যেহেতু জুলাই–আগস্টে গণঅভ্যুত্থানের সময় আমরা স্বাভাবিক কাজকর্ম থেকে বিরত ছিলাম, একটু তো হিকাপ হয়েছে [বিঘ্ন ঘটেছে],' রোববার (৩ নভেম্বর) বলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
কর সেবা মাস উপলক্ষে এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সময় বাড়ানো নিয়ে এনবিআর নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবে।
'তারা [নীতিনির্ধারকেরা] যদি রাজি হন, সময় বাড়লেও বাড়তে পারে। তবে সেটা আগাম বলার কোনো সুযোগ নেই,' বলেন চেয়ারম্যান।
এনবিআর চেয়ারম্যান আরও জানান, আয়কর মেলা আয়োজনের পরিবর্তে বিগত বছরের মতো এবারও দেশের সব কর অঞ্চলে নভেম্বর মাসজুড়ে সুষ্ঠু পরিবেশে আয়কর রিটার্ন গ্রহণের সেবা দেওয়া হবে।
তিনি বলেন, 'দেশের সকল করদাতাকে ই-রিটার্ন এবং অনলাইনে আয়কর দাখিলে উৎসাহিত করা হচ্ছে।'