প্রিমিয়ার লিগে ভালো করার পুরস্কার পেলেন মুনিম-ইমরান
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন আবাহনী লিমিটেডের হয়ে খেলা মুনিম শাহরিয়ার। প্রাইম দোলেশ্বরের ব্যাটসম্যান ইমরানউজ্জামান ইমরানও ছিলেন বেশ কার্যকর। ব্যাট হাতে সামর্থ্য প্রমাণের পুরস্কার পেলেন এই দুই ব্যাটসম্যান। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি) দলে জায়গা পেয়েছেন এ দুজন।
আবাহনীর হয়ে ৯২ ও ৭৪ রানের দুটি ঝড়ো ইনিংস খেলেন মুনিম। এ ছাড়া ৪৪, ৪৩ রানের আরও দুটি কার্যকর ইনিংস খেলাসহ কয়েকটি ম্যাচে আবাহনীকে দাপুটে শুরু এনে দেন তিনি। প্রাইম দোলেশ্বরের হয়ে খেলা ইমরানের বড় ইনিংস ছিল না। তবে মিরপুরের ধীর গতির উইকেটেও ব্যাট হাতে ঝড় তোলা উইকেটরক্ষক এই ব্যাটসম্যান কয়েকটি কার্যকর ইনিংস খেলেন।
আগামী ১৯ আগস্ট থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে এইচপির ক্যাম্প। এই ক্যাম্পের জন্য শনিবার ২২ সদস্যের এইচপি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্যাম্প চলাকালীন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ 'এ' দলের সঙ্গে তিনটি একদিনের ও দুটি চার দিনের ম্যাচ খেলবে এইচপি দল।
যুব বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারদের প্রাধান্য দেওয়া হয়েছে এইচপি দলে। 'এ' দলে বাংলাদেশ টেস্ট দলের ক্রিকেটাররা খেলবেন বলে জানিয়েছেন বিসিবিরি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
শনিবার তিনি বলেন, 'চট্টগ্রামে আমাদের দুটি দল যাচ্ছে। একটা 'এ' দল, আরেকটা এইচপি। 'এ' দলে জাতীয় টেস্ট খেলোয়াড়রা যাবে, যারা লাল বলের ক্রিকেট খেলে। ওখানে আমরা একটা সিরিজ আয়োজন করেছি এইচপি ও 'এ' দলের। ওখানে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ থাকবে।'
১৭ আগস্ট চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে এইচপি দল। সেখানে ১৯ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর; ১২ দিনের ক্যাম্প শেষে দুই ফরম্যাটের ম্যাচে অংশ নেবে তারা। সিরিজের তিনটি ওয়ানডে হবে ২, ৪ ও ৬ সেপ্টেম্বর। ৯ থেকে ১২ সেপ্টেম্বর প্রথম ও ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর হবে দ্বিতীয় চার দিনের ম্যাচ। ম্যাচ শেষে স্কিল অনুশীলনের পর এইচপির ক্যাম্প শেষ হবে ৮ অক্টোবর।
এইচপি স্কোয়াড:
ব্যাটসম্যান: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহদাত হোসেন, মাহমুদুল হাসান হয়, তৌহিদ হৃদয় ও আনিসুল ইসলাম।
উইকেটরক্ষক: ইমরানুজ্জামান ইমরান ও আকবর আলী।
স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন।
পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ, তানজিম হাসান সাকিব, শাহীন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা ও রুয়েল মিয়া।