গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপ্পের সঙ্গে আছেন যারা
গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল পেরিয়ে সেমি-ফাইনাল। ফাইনালে ওঠার লড়াইও একটা হয়ে গেছে। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকেট কেটেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আজ রাতে ফ্রান্স-মরক্কো ম্যাচের পর পাওয়া যাবে আরেক ফাইনালিস্ট। কাতার বিশ্বকাপ শেষের পথে, দ্বিতীয় সেমি-ফাইনাল দিলে ফাইনাল ও তৃতীয় স্থান মিলিয়ে বাকি দুই ম্যাচ। এ পর্যায়ে হিসাব করা হচ্ছে গোল্ডেন বলের। সোনায় মোড়ানো বুট জেতার দৌড়ে কারা আছেন, এক নজরে দেখে নেওয়া যাক।
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, ৫ গোল):
ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। বিশ্বকাপ জয়ের পথে তিনি ছিলেন নেতার সারিতে। এবারও তার দিকে তাকিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ভরসার প্রতিদান দিয়ে দুর্বার গতিতে ছুটে চলেছেন কিলিয়ান এমবাপ্পে। ৫ ম্যাচে ৫ গোল করেছেন ফ্রান্সের তারকা এই ফরোয়ার্ড, যা এখন পর্যন্ত চলতি আসরের সর্বোচ্চ। এবারের গোল্ডেন বুটের অন্যতম দাবিদার তিনি।
লিওনেল মেসি (আর্জেন্টিনা, ৫ গোল):
লিওনেল মেসি; বর্ণাঢ্য ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে কতোই তো কীর্তি গড়েছেন। একমাত্র অপূর্ণতা বিশ্বকাপ ছুঁয়ে না দেখতে পারা। এবারের মিশনে দুরন্ত ছন্দে আছেন সাতবারের ব্যালন ডি'অর জয়ী। অনন্য ফুটবল প্রদর্শনীতে আলবিসেলেস্তেদের সেমি-ফাইনালে তোলা মেসিও ৬ ম্যাচে করেছেন ৫ গোল। আর্জেন্টাইন ফুটবল জাদুকরও ভালোভাবেই আছেন গোল্ডেন বুট জেতার দৌড়ে।
অলিভিয়ের জিরু (ফ্রান্স, ৪ গোল):
করিম বেনজেমাকে হারিয়ে মাথায় হাত ওঠার অবস্থা হয়ে ছিল ফ্রান্সের। আক্রমণ ভাগের সেরা অস্ত্রের বিকল্প নিয়ে ভাবনার শেষ ছিল না। এটাই সুযোগ হয়ে আসে অলিভিয়ের জিরুর জন্য, যা দারুণভাবে কাজে লাগিয়ে আসছেন এই ফরোয়ার্ড। ৫ ম্যাচে তিনি গোল করেছেন ৪টি। গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পাবেন আজ রাতের ম্যাচেই। দল ফাইনালে উঠলে মিলবে আরেকটি সুযোগ।
হুলিয়ান আলভারেস (আর্জেন্টিনা, ৪ গোল):
দল দারুণ ভারসাম্যপূর্ণ হলেও ফরোয়ার্ড নিয়ে চিন্তা ছিল আর্জেন্টিনার। সেই চিন্তা দূর করার উপায় মিলে গেছে লাতিন আমেরিকা অঞ্চলের দেশটির। সেই উপায়ের নাম হুলিয়ান আলভারেস। ২২ বছর বয়সী তরুণ এই ফরোয়ার্ড সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছেন। এবারের বিশ্বকাপে ৪ ম্যাচে ৪ গোল করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ আছে তার সামনেও।