কতদিন মাঠের বাইরে থাকবেন নেইমার?
লিলের বিপক্ষে খেলতে গিয়ে গোড়ালির চোটে পড়েছেন নেইমার। তৎক্ষণাৎ বোঝা গিয়েছিল চোটের মাত্রা ভোগাবে ব্রাজিলিয়ান তারকাকে। পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানিয়েছিলেন, বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে বাঁচা-মরার লড়াইয়ে নেইমারকে পাচ্ছে না পিএসজি।
নেইমারের চোটের সত্যিকারের মাত্রা জানা গেল অবশেষে। গোড়ালির চোটে মৌসুম শেষ হয়ে গিয়েছে এই তারকার। অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছে পিএসজি কর্তৃপক্ষ।
আর এই ধরণের চোট এবং অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে চার মাসের মতো সময় লেগে থাকে। সেই হিসেবে এই মৌসুমে আর মাঠে দেখা যাবে না নেইমারকে। পিএসজিকেও তাই খেলতে হবে তাদের অন্যতম সেরা অস্ত্রকে ছাড়াই।
এই মৌসুমে নেইমার ছিলেন দারুণ ছন্দে। ফরাসি লিগে ১১ গোল করার পাশাপাশি ১৩ টি গোল করিয়েছেন। মেসি এবং এমবাপ্পের সঙ্গে গড়ে তুলেছেন দুর্দান্ত এক ত্রয়ী। এই মৌসুমে তিন মহাতারকাকে আর একসাথে দেখা যাচ্ছে তা নিশ্চিত।
নেইমারের অস্ত্রোপচার হবে কাতারের দোহাতে। সামনের মৌসুমের আগেই সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফেরাই এখন নেইমারের সামনে সবচেয়ে বড় লক্ষ্য।