চুমু-কাণ্ড: অনশনে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির মা
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের মা অনশন করছেন। তার অভিযোগ, রুবিয়ালেস 'অমানবিক আচরণের শিকার'।
নারী বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের ফরোয়ার্ড জেনি হেরমোসোর ঠোঁটে চুমু দেওয়ার ঘটনার পর রুবিয়ালেসকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে।
তার মা অ্যাঞ্জেলেস বেজার এখন নিজেকে মট্রিলের একটি গির্জার বন্দী করে রেখেছেন। তিনি স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফইকে বলেন, 'অনির্দিষ্টকালের জন্য দিন-রাত' অনশন চলবে।
এদিকে হেরমোসো স্পষ্ট করেন যে, রুবিয়ালেসের সঙ্গে চুমুতে তার সম্মতি ছিল না। রুবিয়ালেস পদত্যাগ না করার ঘোষণা দিলেও শনিবার (২৬ আগস্ট) বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাকে বরখাস্ত করে।
স্প্যানিশ গণমাধ্যমগুলো এখন মট্রিলের ডিভিনা পাস্তোরা গির্জার বাইরে জড়ো হয়েছে। যেখানে রুবিয়ালেসের মা অনশন করছেন।
অ্যাঞ্জেলেস বেজার ইএফইকে বলেন, আমার ছেলের সাথে যে অমানবিক আচরণ করা হচ্ছে, তা তার প্রাপ্য নয়।
পরিবারের মুখপাত্র হিসেবে রুবিয়ালেসের চাচাতো বোন ভেনেসা রুইজ বলেন, আমরা তার জন্য অনেক কষ্ট পাচ্ছি। সময়ের আগেই তার বিচার হয়েছে। তারা (মিডিয়া) আমাদের হয়রানি করা বন্ধ করছে না। আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। আমরা চাই তারা আমাদের একা থাকতে দিক এবং জেনি (হেরমোসো) সত্য কথা বলুক।
স্প্যানিশ সরকার স্পেনের স্পোর্টস ট্রাইব্যুনালকে (টিএডি) রুবিয়ালেসকে বরখাস্ত করতে বলেছে। সোমবার টিএডি-এর সভায় এ নিয়ে আলোচনা হবে।