নাদালের কাছে জোকোভিচই ইতিহাস সেরা
পুরুষদের টেনিসে ২০ বা তার বেশি গ্র্যান্ডস্লাম জিতেছেন মাত্র তিনজন। সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্লাম জিতে সবার ওপরে নোভাক জোকোভিচ। তার পরে ২২ গ্র্যান্ডস্লাম নিয়ে আছেন রাফায়েল নাদাল, ২০টি গ্র্যান্ডস্লাম জিতেছেন রজার ফেদেরার।
টেনিসের এই তিন মহারথীকে নিয়ে ভক্তদের নানান মন্তব্য। কারো কাছে ফেদেরার ইতিহাস সেরা তো কারো কাছে নাদাল। আবার জোকোভিচকেও সর্বকালের সেরা বলে দাবি করেন কেউ কেউ। এবার স্প্যানিশ কিংবদন্তি নাদাল নিজেই বলেছেন, তার কাছে 'জোকার'ই সেরা।
স্প্যানিশ টিভি 'লাসেক্সতার' একটি অনুষ্ঠান 'এল অবজেক্টিভ দি লা সেক্সতা'য় দেওয়া এক সাক্ষাৎকারে নাদাল প্রশংসায় ভাসিয়েছেন জোকোভিচকে। ১৪ বারের ফ্রেঞ্চ ওপেনজয়ী এই তারকা বলেছেন, 'সংখ্যাই তো বলে দিচ্ছে সব। আমার মতে সে-ই ইতিহাস সেরা।'
দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করার পর অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে ফেরার কথা ছিল নাদালের। তবে আবারও চোট পাওয়ায় সেটি আর হয়নি। জোকোভিচের সামনে সুযোগ ছিল, মেলবোর্নে জিতে নাদালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নেওয়ার। ইয়ানিক সিনারের কাছে হেরে সেটি এই সার্বিয়ান তারকা করতে পারেননি।
জোকোভিচের চরিত্রগত দিক নিয়েও কথা বলেছেন নাদাল, 'সে আসলে মানুষ হিসেবে যেমন, সে তুলনায় তার ভাবমূর্তি একটু খারাপ। আমার মতে, সে ভালো মানুষ। মাঝেমধ্যে হতাশা ভর করলে নোভাক র্যাকেট ভেঙে ফেলে। তবে পরবর্তী পয়েন্ট পেতে সে সবসময়ই শতভাগ প্রস্তুত। আমি এতদিন যাদের দেখেছি, তাদের মধ্যে সে অন্যতম সেরা।'