জোকোভিচকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডনের রাজা আলকারাজ
ইতিহাসের পুনরাবৃত্তি হলো উইম্বলডনে। ২০২৩ সালের মতোই নোভাক জোকোভিচকে হারিয়ে টানা দ্বিতীয়বার অল লন্ডন টেনিস কোর্টের চ্যাম্পিয়ন হলেন কার্লোস আলকারাজ। সব মিলিয়ে এটি আলকারাজের চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা জয়।
রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন জোকোভিচ। আজ জিতলে ২৫তম গ্র্যান্ডস্লাম জিতে নারী-পুরুষ একক মিলিয়ে সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ের কীর্তি গড়তেন এই সার্বিয়ান কিংবদন্তি। কিন্তু ২১ বছর বয়সী আলকারাজের দোর্দণ্ড প্রতাপের সামনে পাত্তাই পাননি জোকোভিচ। টানা দ্বিতীয় বছর এই স্প্যানিশের কাছে উইম্বলডন ফাইনাল হারলেন ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী 'জোকার'।
ফাইনালে কোনো ধরনের প্রতিরোধ গড়তে পারেননি জোকোভিচ। তবে এর পেছনে আলকারাজের দুর্দান্ত টেনিস তো ছিলই, সঙ্গে হাঁটুতে অস্ত্রোপচার হওয়া জোকোভিচ নিজের সেরাটা দিতে পারেননি। তবে তাতে আলকারাজের কীর্তিত্বকে খাটো করে দেখা সুযোগ নেই।
ফাইনালে এই স্প্যানিয়ার্ড জিতেছেন সরাসরি ৬-২, ৬-২, ৭-৬ সেটে। গ্র্যান্ডস্লামে ক্যারিয়ারে মাত্র চতুর্থবার সরাসরি সেটে হারলেন জোকোভিচ। উইম্বলডন জিতে দুটি রেকর্ড গড়েছেন আলকারাজ। একই বছরে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জেতা মাত্র ষষ্ঠ খেলোয়াড় তিনি। আর ২১ বছর বয়সের মধ্যে চারটি গ্র্যান্ডস্লাম জেতা চতুর্থ খেলোয়াড়ও আলকারাজ।