বাংলাদেশের ভুলে প্রথম সেশন শ্রীলঙ্কার
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট ভালোই পড়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট মনে হচ্ছে।' এমন উইকেটে টস জিতলে সব দল যা করে, লঙ্কানরাও সেটাই করেছে। ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে প্রথম সেশন পার করে দিয়েছে সফরকারী দলটি।
দিমুথ করুনারত্নে ও নিশান মাদুসকার দারুণ ব্যাটিংয়ে ২৭ ওভারের সেশনে কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান তুলেছে শ্রীলঙ্কা। করুনারত্নে ৩৩ ও মাদুসকা ৫৫ রানে অপরাজিত আছেন। যদিও স্কোরকার্ডের চেহারা ভিন্ন হতে পারতো, কিন্তু বাংলাদেশের ভুলে তা হয়নি। দুটি ক্যাচ হাতছাড়া করেছে স্বাগতিকরা।
ষষ্ঠ ওভারেই উইকেটের দেখা মিলতে পারতো। শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পাওয়া অভিষিক্ত হাসান মাহমুদ সম্ভাবনা তৈরি করেন, কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয় ক্যাচটি নিতে পারেননি। অফ স্টাম্পের বাইরে করা হাসানের ব্যাক লেংথের ডেলিভারিতে ব্যাট চালান মাদুসকা, সহজ ক্যাচ হলেও তা মাটিতে ফেলে দেন জয়।
জীবন পেয়ে নিজেকে শুধরে নেন লঙ্কান ওপেনার, আরও দায়িত্বশীল হয়ে ব্যাট চালাতে থাকেন। ২২তম ওভারে গিয়ে হাসানের বলেই আবারও সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সাকিব আল হাসান ক্যাচটি নিতে পারেননি। যদিও ক্যাচটি কঠিন ছিল, এই ক্যাচ তালুবন্দী করতে দুর্বার ফিল্ডিং করতে হতো তাকে।
অবশ্য চাইলে ছক্কা বাঁচাতে পারতেন সাকিব। কিন্তু ক্যাচ নেওয়া বা ছক্কা বাঁচানোর কোনোটিই করতে পারেননি প্রায় ৯ মাস পরে টেস্ট খেলতে নামা অভিজ্ঞ এই অলরাউন্ডার। শ্রীলঙ্কার দুই ওপেনার একবারে করে জীবন পেয়ে আর ভুল করেননি। খালেদ, হাসান, সাকিব, মিরাজদের সাবলীলভাবে খেলে সহজেই প্রথম সেশন পার করে দেন করুনারত্নে ও মাদুসকা।