শীর্ষস্থান হারালেন সাকিব, মুস্তাফিজের উন্নতি
আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। অফফর্মের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের তারকা এই অলরাউন্ডার।
সাকিবের অবনতি হলেও র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মুস্তাফিজুর রহমান। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে সাকিব শীর্ষস্থান থেকে দুইয়ে নেমেছেন। বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২২৩।
আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে এই ডাবল পূর্ণ করেছেন তিনি। তবে সিরিজজুড়ে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি।
যুক্তরাষ্ট্র সিরিজে ব্যাট হাতে ১৮ গড় ও ১০২.৮৫ স্ট্রাইকরেটে করেছেন মাত্র ৩৬ রান। ৭.৪০ ইকোনমিতে নিয়েছেন কেবল একটি মাত্র উইকেট। সাকিবকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লঙ্কান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২২৮। বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন সাকিব।
সাকিবের অবনতি হলেও উন্নতি হয়েছে মুস্তাফিজের। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তিনি। বাংলাদেশের বাঁহাতি এই পেসারের রেটিং পয়েন্ট ৫৮৩। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ডটা তিনি গড়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের টি-টোয়েন্টিতে।
গত শনিবার হিউস্টনে বাংলাদেশের ধবলধোলাই এড়ানোর ম্যাচে মুস্তাফিজ চার ওভারে মাত্র ১০ রান খরচ করে নেন ছয় উইকেট। তিন ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে পেয়েছেন সিরিজসেরার পুরস্কারও।