পোল্যান্ডকে হারিয়ে বঙ্গবন্ধু কাপ কাবাডির সেমিতে বাংলাদেশ
বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডির বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও অভিন্ন লক্ষ্যে মিশন শুরু করেছে স্বাগতিকরা। দুর্বার ছন্দে থাকা বাংলাদেশ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল। পোল্যান্ডকে পাত্তাই দেয়নি তারা, বিশাল জয়ে উঠে গেছে সেমি-ফাইনাল।
গ্রুপপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পোল্যান্ডকে ৭৯-২৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। সবগুলো ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে এই আসরের টানা তিনবারের চ্যাম্পিয়নরা।
শিরোপা ধরে রাখতে প্রত্যয়ী বাংলাদেশ মাঠে প্রমাণ করে চলেছে কেন তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। টুর্নামেন্টে দাপুটে শুরু করে ঘরের মাঠের দলটি। প্রথম ম্যাচে কোরিয়াকে ৬৭-২২ পয়েন্টে হারায় তারা। পরের দুই ম্যাচেও দাপট জারি রাখেন আরদুজ্জামান-জিয়ারা। মালয়েশিয়াকে ৭৩-২২ পয়েন্টে ও ইন্দোনেশিয়াকে ৫৯-১৯ পয়েন্টে হারায় বাংলাদেশ।
পোল্যান্ডের বিপক্ষেও একই ছন্দে ছিল বাংলাদেশ, শুরু থেকেই শাসন করে খেলতে থাকে তারা। প্রথমার্ধে ৩৮-১৫ পয়েন্ট এগিয়ে থাকা দলটি দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে বিশাল জয় তুলে নেয়। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ শুক্রবার নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
গ্রুপ পর্বের লক্ষ্য পূরণ হয়েছে, দলের পারফরম্যান্সেও সন্তুষ্ট কোচ আব্দুল জলিল। এবার তার চাওয়া গ্রুপ সেরা হওয়া, 'গ্রুপ পর্ব থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করেছি; যা প্রাথমিক লক্ষ্য ছিল আমাদের। পোল্যান্ডের বিপক্ষে বড় জয় দলকে আরও উজ্জীবিত, আত্মবিশ্বাসী করেছে। কাল গ্রুপ পর্বে আমাদের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। ওই ম্যাচও জিততে চাই। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে যেতে চাই। আশা করি, টানা চার ম্যাচের মতো নেপালের বিপক্ষেও জিতব আমরা।'