দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকালো বাংলাদেশ
উইকেট থেকে সুবিধা নিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কা দাপুটে ব্যাটিং করতে থাকলেও বাংলাদেশের বোলাররা আবহ পাল্টে দিতে সময় নিলেন না। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে দুর্বার বোলিং করলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আগুনে বোলিং করলেন মুস্তাফিজুর রহমান, দাপট দেখালেন তাসকিন আহমেদও।
দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে দারুণ ফিল্ডিং; তাতে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে অল্প রানেই আটকাতে পারলো বাংলাদেশ। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১২৪ রান তুলেছে শ্রীলঙ্কা। যদিও তাদের শুরু দেখে মনে হয়েছিল, বড় লক্ষ্য দিতে যাচ্ছে দলটি। ২ উইকেটে পাওয়ার প্লেতে থেকে ৫৩ রান তোলে শ্রীলঙ্কা।
কিন্তু ১৫তম ওভারে টানা দুই উইকেট তুলে নিয়ে লঙ্কানদের দিক ভুলিয়ে দেন রিশাদ। পরের ওভারে আরেকটি উইকেট নিয়ে প্রতিপক্ষকে আরও চাপে ফেলেন তিনি। এরপর মুস্তাফিজ, তাসকিনরা শ্রীলঙ্কাকে বেশি দূর এগোতে দেননি।
বাংলাদেশের দারুণ বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার পাঁচজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে পেরেছেন, রানের খাতা খুলতে পারেননি চারজন ব্যাটসম্যান। শুরুতে শ্রীলঙ্কাকে ঠিক পথে রাখা পাথুম নিসাঙ্কা দারুণ ব্যাটিংয়ে ইনিংসের সর্বোচ্চ রান করেন। মুস্তাফিজের শিকারে পরিণত হওয়া ডানহাতি ওপেনার ২৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করেন।
২৬ বলে ২১ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। বাকি কেউ ২০ রানের বেশি করতে পারেননি। কুশ মেন্ডিস ১০, চারিথ আসালাঙ্কা ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথুস ১৬ রান করেন। অভিষেকই আলো ছড়ানো রিশাদ ৪ ওভারে ২২ রান খরচায় ৩টি উইকেট নেন। মুস্তাফিজের শিকারও ৩ উইকেট, তবে তিনি আরও কৃপণ বোলিং করেন। ৪ ওভারে ১৭ রান দেন বাঁহাতি এই পেসার।
চোট কাটিয়ে ফেরা তাসকিন শুরুতে ভালো না করতে পারলেও দ্রুতই ছন্দ খুঁজে নেন। ডানহাতি এই পেসার ৪ ওভারে ২৫ রানে ২টি উইকেট নেন। রিশাদের মতো তানজিম হাসান সাকিবেরও আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হলো। ঝলমলে না হলেও অভিষেক পর্বটা মনে রাখার মতোই হয়েছে তার। ডানহাতি তরুণ এই পেসার ৪ ওভারে ২৪ রানে একটি উইকেট পান। খরুচে সাকিব আল হাসান ৩ ওভারে ৩০ রান দিয়ে উইকেট পাননি। এক ওভার করা মাহমুদউল্লাহ রিয়াদের খরচা ৪ রান।