অলিম্পিক টেনিসে স্বর্ণ জিতে কিনওয়েনের ইতিহাস
টেনিস কোর্টে নেমেই দাপট দেখানো শুরু করেন, প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার দোনা ভেকিচকে দাঁড়াতেই দেননি ঝেং কিনওয়েন। শুরু থেকে বিজয়ের হাসি হাসার আগ পর্যন্ত প্রায় একই ছন্দ ধরে রাখেন চীনের এই টেনিস খেলোয়াড়। তাতে জয়টা আসে দাপুটে, গলায় ওঠে স্বপ্নের সোনার পদক।
প্যারিস অলিম্পিকে টেনিসের নারী এককের ফাইনালে সরাসরি সেটে জিতে অনন্য কীর্তি গড়েন কিনওয়েন। রোলাঁ গাঁরোয় শিরোপার লড়াইয়ে ভেকিচকে ৬-২, ৬-৩ গেমে হারান তিনি।
২১ বছর বয়সী কিনওয়েন ষষ্ঠ বাছাই হিসেবে টুর্নামেন্টে অংশ নেন। আসর শেষে তার মাথায় উঠলো শ্রেষ্ঠত্বের মুকুট। তার বিজয়ে ইতিহাসও লেখা হয়েছে। আর সেটা তার নিজের জন্য, দেশ চীনের জন্যও। দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে অলিম্পিকে টেনিসের এককে স্বর্ণ জয়ের কীর্তি গড়লেন তিনি।
গত অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ নিতে পারতেন কিনওয়েন। কিন্তু ফাইনালে হেরে যান তিনি। এবার অলিম্পিকে দুর্বার ছন্দে থাকা চীনের এই টেনিস তারকা কোনো পর্যায়েই প্রতিপক্ষকে সুযোগ দেননি।
অলিম্পিক টেনিসের সেমি-ফাইনালে তিনি সরাসরি সেটে হারান ফরাসি ওপেনের টানা তিনবারের চ্যাম্পিয়ন ও র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান ইগা শিয়াওতেককে। এই হারে রোলাঁ গাঁরোয় শিয়াওতেকের টানা ২৫ ম্যাচ জয়ের যাত্রা থেমে যায়। পরে স্লোভাকিয়ার আনা ক্যারোলিনাকে ৬-২, ৬-১ গেমে হারিয়ে তিনি ব্রোঞ্জ পদক জেতেন।