‘সাকিবের মাথার সঙ্গে খেলতে হবে আমাদের’
শুরুটা দলের মতোই সাদামাটা ছিল সাকিব আল হাসানের। দল ফরচুন বরিশালকে সেভাবে সাফল্যের পথে নিয়ে যেতে পারছিলেন না তিনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চট্টগ্রামে যেতেই বদলে যায় বরিশাল, অপ্রতিরোধ্য হয়ে ওঠেন সাকিব। দারুণ নেতৃত্বে দলকে দুর্বার করে তোলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ব্যাটে-বলে আলো ছড়িয়ে টানা পাঁচ ম্যাচে ম্যাচসেরার পুরস্কার জিতে বিশ্ব রেকর্ড গড়েন সাকিব।
প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার নিশ্চিত করা ফরচুন বরিশাল ফাইনালও নিশ্চিত করে আগেভাগে। ১৮ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে সাকিবের দল। বরিশালের প্রধান শক্তি সাকিব, তার চৌকষ নেতৃত্বগুণও প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ।
ফাইনালের আগেরদিন এটা মনে করিয়ে দিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দিনও। শৈশবের কোচ হওয়ায় সাকিবকে ভালো করেই চেনা তার। কেবল শৈশবেই নয়, এখনও যেকেনো ধরনের সমস্যায় সালাউদ্দিনের দ্বারস্থ হন সাকিব। এ কারণে কুমিল্লা কোচ জানালেন, সাকিবের মাথার সঙ্গে খেলতে হবে তাদের।
সালাহউদ্দিন বলেন, 'আমার কাছে মনে হয় বরিশালের যে শক্তিমত্তা, সেটা সাকিব আল হাসান। আমার মনে হয় সাকিবের মাথার সঙ্গে আমাদের খেলতে হবে। সে খুবই ভালো অধিনায়কত্ব করছে। তার সামর্থ্য যতটা, সেটাই কাজে লাগাচ্ছে। বিশেষ করে তার বোলিং বিভাগ নিয়ে। চারটা-পাঁচটা ম্যাচে খুব কম রান ডিফেন্ড করেছে।'
সাকিব কী করতে যাচ্ছেন, সেটা বুঝতে পারলে জেতা সম্ভব বলে মনে করেন সালাহউদ্দিন। তিনি বলেন, 'বোঝাই যাচ্ছে তারা খুব পরিকল্পনা করে এগোচ্ছে। এ কারণে আমি বলব আমাদের সাকিবের মাথার সঙ্গে খেলতে হবে। অনেক সময় যে ট্রিক্সগুলো করে, সেটা আসলে ব্যাটসম্যানরা বুঝতে পারে না। সেটা যদি ওভারকাম করতে পারি, তাহলে আমাদের জেতার সম্ভাবনা থাকবে।'
আগের আসরের মতো এবার রানখরায় ভোগেনি বিপিএল। উইকেটের প্রশংসা করে সালাহউদ্দিন বলেন, 'এবারের বিপিএলের প্রথম দিকে কয়েকটা ম্যাচে রান ছিল না কিন্তু পুরো টুর্নামেন্টে উইকেট খুব ভালো ছিল। এটা ভালো একটা দিক। বিপিএলে আমরা আশা করি যে ১৪০ রান হলেই ম্যাচ জিতে যাব। এ বছর দেখা গেছে উইকেটে অনেক রান আছে। আমার মনে হয় এটা খুব বেশি ম্যাটার করবে না ডানহাতি বাঁহাতি। সাধারণত ব্যাটসম্যানরা এখানে সুবিধা পাবেই।'