সিরিজের মাঝেই বাংলাদেশ থেকে ক্রিকেটার ফিরিয়ে নিচ্ছে শ্রীলঙ্কা
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লড়ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ঘরের মাঠের দলটির প্রথম ইনিংসের জবাবে ব্যাটিংয়ে নেমেছে লঙ্কানরা। দারুণ শুরুর পর বড় সংগ্রহের স্বপ্ন দেখছে সফরকারীরা। এর মাঝে ভিন্ন কারণে শিরোনামে শ্রীলঙ্কার এক ক্রিকেটার।
বাংলাদেশের দলের সঙ্গে থাকা ওপেনার কামিল মিশারাকে জরুরি ভিত্তিতে দেশে ডেকে পাঠিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দেশে ফিরতে বলা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
শ্রীলঙ্কার ১৮ সদস্যের টেস্ট দলের একজন কামিল। দুই টেস্টের কোনোটাতেই খেলার সুযোগ না হলেও দলের সঙ্গেই আছেন তিনি। কিন্তু হঠাৎ-ই তার দেশে ফেরার ডাক পড়লো। সফরে থাকাকালীন ক্রিকেটারদের জন্য তৈরি করা নিয়ম-কানুন মেনে আচরণ করেননি তিনি। উল্টো শৃঙ্খলা ভঙ্গ করেছেন কামিল।
২১ বছর বয়সী কামিল দ্রুততার সঙ্গেই দেশে ফিরে যাবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কামিলের শৃঙ্খলাভঙ্গের বিষয়টি গভীরভাবে তদন্ত করবে শ্রীলঙ্কা ক্রিকেট। এরপর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীলঙ্কা ক্রিকেটের বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গের ধরন উল্লেখ করা হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শ্রীলঙ্কা দলের এক অফিসিয়ালের বরাত দিয়ে তাদের খবরে লিখেছে, টিম হোটেলে নিজের রুমে একজনকে আমন্ত্রণ জানিয়েছিলেন কামিল। যা খেলোয়াড়দের আচরণের নিয়ম লঙ্ঘন।
লঙ্কান দলের সেই অফিসিয়াল বলেছেন, 'হোটেলে সিসি ক্যামেরা আছে, আমরা পর্যালোচনা করেছি। আমরা যেটা দেখেছি, সেটার ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করব।'
এর আগেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে শ্রীলঙ্কার হয়ে ৩টি টি-টোয়েন্টি খেলা কামিলের বিরুদ্ধে। ২০১৯ যুব এশিয়া কাপ চলাকালীন অতিরিক্ত মদ্যপানের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হন টেস্ট এবং ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি এই ব্যাটসম্যা। সে সময় এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাও দেওয়া হয় তাকে।