আওয়ামী লীগ নেতারা টাকা বানানোর রোগে আক্রান্ত: মির্জা ফখরুল
ক্ষমতাসীন দলের নেতারা ‘টাকা বানানোর রোগে আক্রান্ত’ হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন টাকা বানানো একটা রোগ। কিন্তু সে রোগে তো আপনারাই বেশি আক্রান্ত। আপনার সোনার ছেলেদের এখন ধরে ধরে আনছেন, বলার চেষ্টা করছেন যে তোমরা এখন ভালো হয়ে যাও।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রোববার নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘টাকা বানানো এখন রোগে পরিণত হয়েছে। এটা অসুস্থতা।’
ত্রিবার্ষিক ওই সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষের কষ্টার্জিত অর্থ কারও বিলাসবহুল জীবনযাপনের জন্য নয়, মানুষের কল্যাণ নিশ্চিত করতে ব্যয় করা হবে।
সরকারের নানা সমালোচনা করে ফখরুল বলেন, সরকার এখন দুর্নীতি, সন্ত্রাস ও ধর্ষণের রোল মডেলে পরিণত হয়েছে।
গ্লোবাল অ্যান্টি করাপশন অ্যান্ড ইন্টেগ্রিটি ফোরামের বরাত দিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের নেতারা শেয়ার বাজার, ব্যাংক ও মেগা প্রকল্প থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। ১০ হাজার কোটি টাকার প্রকল্প ৫০ হাজার টাকায় করা হচ্ছে, দুর্নীতি এখন সর্বত্র বিস্তৃত।
এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, দল ও মত নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বর্তমান সন্ত্রাসবাদী সরকারকে অপসারণের জন্য রাস্তায় নামতে হবে। আমাদের জন্য এটাই একমাত্র পথ।