আমি হাসতে হাসতে হার্টফেল করলে অর্থমন্ত্রী দায়ী থাকবেন: রিজভী
জাতীয় সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিজেকে বিশ্বের এক নম্বর অর্থমন্ত্রী দাবি করার সপ্তাহখানেক পর ঢাকায় এক সংবাদ সম্মেলনে এসে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ মন্তব্যে হাসতে হাসতে তিনি মারা গেলে অর্থমন্ত্রী দায়ী থাকবেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “অর্থমন্ত্রীর এই কথা চিরকুটে লিখে রাখলাম। হাসতে হাসতে হার্টফেল করলে অর্থমন্ত্রী দায়ী থাকবেন। তার এই বক্তব্য অজ্ঞাতপ্রসূত নয়, রাজনৈতিক ধান্দাবাজপ্রসূত।”
“স্ব-স্বীকৃত এক নম্বর অর্থমন্ত্রী মুস্তফা কামাল সাহেব দেশের অর্থনীতির বারোটা বাজিয়েছেন। আসলে গণতন্ত্র ধ্বংসকারী মন্ত্রীদের মুখে এ ধরনের অবান্তর বক্তব্যই মানায়।”
অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে রিজভী বলেন, দেশের অর্থনীতি ফোকলা করে ফেলেছেন আপনারাই। সংসদে দাঁড়িয়ে অর্থমন্ত্রী স্বীকার করেছেন দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘মিথ্যার ফেরিওয়ালা’ বলে অভিহিত করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।
ঢাকার দুই সিটি করপোরেশন পুননির্বাচন আয়োজনে বিএনপির দাবিকে ‘মামা বাড়ির আবদার’ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সে প্রসঙ্গে রিজভী বলেন, “ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, আপনি ভোট কারচুপির এমনই মেকানিজম করেছিলেন যে, ওই মেকানিজমের পরপরই নিজেই অসুস্থ হয়ে পড়েছিলেন। আপনার সুস্থতা কামনা করি। কিন্তু জালিয়াতির মেশিন ইভিএম দিয়ে ভোটারদের যেভাবে সর্ষে ফুল দেখিয়েছেন সেজন্য আপনাকে নিয়ে ভোটাররা কি ভাবছেন একটু বোঝার চেষ্টা করবেন। বার বার অসুস্থ হওয়ার পরেও আপনি মিথ্যার ফেরিওয়ালাই থেকে যাচ্ছেন। কমপক্ষে কিছুটা সত্য কথা বলার চেষ্টা করুন।”
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘চরম খারাপ’ উল্লেখ করে এখনই তার উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে সরকারের প্রতি আবারও দাবি জানান রিজভী।
তিনি বলেন, “দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা মামলায় বিনা অপরাধে দুই বছরের বেশি হলো কারাবন্দী রেখে নির্যাতন করা হচ্ছে। জেলের ভেতর হত্যার চেষ্টা চলছে। ৭৫ বছর বয়সী দেশনেত্রীর অবস্থা চরম খারাপ। এখনি মুক্তি দিয়ে দ্রুত উন্নত সুচিকিৎসার ব্যবস্থা না করলে আমরা তার জীবনহানির আশংকা করছি।”