দুদকের ক্ষমতা কাগজে কলমে: ড. ইফতেখারুজ্জামান
আইনিভাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ক্ষমতা অনেক হলেও সেটা কাগজে কলমে। বাস্তবে নেই। এমন মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। দুদকের ওপর একটি ফলো আপ গবেষণার ফলাফল প্রকাশের জন্য সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
গবেষণাটিতে দেখা গেছে, দুদকের ক্ষমতা অনেক সময় রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে বিরোধী দলের রাজনীতিকদের হয়রানি করা এবং ক্ষমতাসীন দলের রাজনীতিকদের প্রতি নমনীয়তা দেখানো হয়। তাছাড়া দুদকের তদন্ত ও মামলায় দক্ষতার ক্ষেত্রে ঘাটতি আছে।
ড. ইফতেখারুজ্জামান জানান, ২০১৫ সালে প্রকাশিত আগের প্রতিবেদনের তুলনায় কিছু কিছু ক্ষেত্রে দুদকের কাজে ইতিবাচক পরিবর্তন এসেছে। তবে সেটা যথেষ্ট নয়।
প্রতিবেদনে কিছু সুপারিশ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি বোর্ড চেয়ারপারসন অধ্যাপক পারভীন হাসান ও উপদেষ্টা সুমাইয়া খায়ের উপস্থিত ছিলেন।