ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানের নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল
সরকারি আদেশে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানের নিয়োগ কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
তবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানের কাজে যোগদানে কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অমিত দাশগুপ্ত।
তিনি বলেন, রুল নিষ্পত্তি হয়ে যে রায় আসবে সেটাই কার্যকর হবে। রায় দেওয়ার আগে অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানের যোগদান স্থগিত করতে আদালত কোনো আদেশ দেননি।
এর আগে ফওজিয়া রেজওয়ানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রিটে বলা হয়, আইন অনুযায়ী এই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির। কিন্তু এক্ষেত্রে সরকার প্রজ্ঞাপন জারি করে একজনকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে যা বেআইনি।।
প্রসঙ্গত, ১৫ সেপ্টেম্বর ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্ব পালনরত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়া রেজওয়ানকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় সরকার।
ফওজিয়ার নিয়োগ আদেশে বলা হয়, সরকারের প্রচলিত বিধি-বিধান ও আদেশ অনুসারে তার চাকরি নিয়ন্ত্রিত হবে। তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন এবং পদ-সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।
২০১৮ সালে এই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায় দেশজুড়ে সমালোচনা শুরু হয়। শিক্ষার্থীদের মধ্যেও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়। ছাত্রীরা আন্দোলনে নামেন। এ পরিস্থিতিতে তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন শিক্ষককে বরখাস্ত করা হয়।
এরপর থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন কলেজ শাখার সহকারী অধ্যাপক হাসিনা বেগম। তিনি অর্থনীতি বিষয়ের শিক্ষক।
গত এপ্রিলে অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলেও অনিয়মের অভিযোগ ওঠায় তা বাতিল করে শিক্ষা মন্ত্রণালয়।