৩৩৮ ওসি’কে বদলির অনুমতি চেয়ে ইসিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন থানার ৩৩৮ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এই চিঠি ইসিতে আসে, তবে বদলির অনুমতি এদিন দেওয়া হয়নি।
এব্যাপারে, ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, '৩৩৮ ওসিকে বদলি প্রস্তাবের একটি তালিকা আজ ইসি পেয়েছে। তবে কমিশন এখনও এর অনুমোদন দেয়নি। আগামীকাল হয়তো দেওয়া হতে পারে।'
এরআগে, গত ৩০ নভেম্বর সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সব থানার ওসিকে বদলি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন।
সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ চিঠি দেওয়া হলো। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবে সম্মতি দিয়ে ইসি ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলির অনুমোদন দেয়। আরও ২০ জন ইউএনও'র বদলি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।