ব্যাংকের ঋণ বিতরণের চুক্তি বাংলায় করার নির্দেশ অর্থঋণ আদালতের
ব্যাংক ও ঋণগ্রহীতার মধ্যে ভুল বুঝাবুঝি এড়াতে বাংলায় ঋণচুক্তি করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত।
খেলাপি ঋণ আদায়ে ব্র্যাক ব্যাংক লিমিটেডের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান বুধবার (২৮ জানুয়ারি) এ আদেশ দেন।
এতে বলা হয়, বাণিজ্যিক ব্যাংক ঋণ বিতরণে ইংরেজিতে কঠিন শর্ত জুড়ে দিচ্ছে। গ্রাহকরা যা অনেক সময় না বুঝে টাকার প্রয়োজনে এসব শর্ত মেনে নেন। কিন্তু, এখন থেকে ঋণ বিতরণে ব্যাংকগুলোকে যাবতীয় দলিল বাংলায় সম্পাদন করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই আদেশের কপি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সভাপতি, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বরাবর পাঠাতে বলেছেন আদালত।
গণমাধ্যমকে রায়ের বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।