গাউসিয়া টুইন পিক টাওয়ারের ১৭টি রেস্তোরাঁই বন্ধ করে দিল রাজউক
চলমান এক অভিযানের অংশ হিসেবে ঢাকার ধানমন্ডির সাতমসজিদ সড়কে গাউসিয়া টুইন পিক টাওয়ারে অবস্থিত ১৭টি রেস্তোরাঁই বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রাজধানীর বেইলি রোডে সাম্প্রতিক এক ভয়াবহ অগ্নিদুর্ঘটনার পর থেকেই যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই ভবন নিয়ে সমালোচনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। তারপরেই এলো রাজউকের এ পদক্ষেপ।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা সারওয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বন্ধ হওয়া রেস্তোরাঁগুলো হলো– প্রথম তলায় গ্যালিটো, দ্বিতীয় তলায় ক্যাফে ডলসে, তৃতীয় তলায় ক্যাফে সাও পাওলো লিমিটেড এবং আদি কোরাই গোস্ত লিমিটেড, চতুর্থ তলায় ইয়ুম চা ডিস্ট্রিক্ট এবং লবি ব্যুফে, পঞ্চম তলায় অ্যারিস্টোক্র্যাট লাউঞ্জ, ৬ষ্ঠ তলায় হোয়াইট হল, মেরিটেজ ঢাকা ৭ তলায়, প্যান প্যাসিফিক লাউঞ্জ ৮ তলায়, স্পাইস অ্যান্ড হার্বস অ্যান্ড কালচার অ্যান্ড কুজিন ৯ তলায়, চাপ ঘর ১০ তলায়, কাভান সিগনেচার অ্যান্ড কে-ড্রোব ১১ তলায়, রেট্রো লাইভ কিচেন ১৪ তলায় এবং ছাদের রেট্রো লাভ কিচেন।
এরমধ্যে একটি রেস্তোরাঁকে জরিমানা ও সিলগালা করে দেওয়া হয়, ১০টি রেস্তোরাঁ সিলগালা করা হয়, এবং সিলগালা করবার মত মূল দরজা না থাকায় ছয়টি রেস্তোরাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
এছাড়া, নিয়ম না মেনে নির্মাণ করায় ভবনটির রুফটপ রেস্তোরাঁটি ভেঙে দেওয়া হয়েছে।