এমভি আবদুল্লাহ নিরাপদে দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছেছে
গত ১৪ এপ্রিল সোমালি জলদস্যুদের হাতে ৩৩ দিন বন্দিদশা থেকে মুক্তি পেয়ে এমভি আবদুল্লাহ রবিবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছায়।
কবির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম বিকাল সোয়া ৫টায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বিষয়টি নিশ্চিত করে বলেন, 'জাহাজের সব ক্রু সুস্থ আছেন এবং জাহাজটিও ভালো অবস্থায় রয়েছে।'
তিনি বলেন, '১৪ এপ্রিল সোমালি উপকূল ত্যাগ করার পর, অধিক ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম না করা পর্যন্ত ইইউ নেভাল ফোর্সের যুদ্ধজাহাজ জাহাজটিকে এসকর্ট করে নিয়ে যায়। আট দিনের যাত্রা শেষে জাহাজটি আজ স্থানীয় সময় দুপুর আড়াইটায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা) আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছায় এবং বন্দরের ব্রাভো অ্যাঙ্করেজে নোঙর করে।'
তিনি আরও বলেন, 'জাহাজটি এখন আল হামরিয়া বন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে। আজ সন্ধ্যায় বা আগামীকাল সকালে জাহাজটি বন্দরে বার্থিংয়ের অনুমতি পাবে বলে আশা করা হচ্ছে।'
মেহেরুল করিম বলেন, 'দুবাই বন্দরে কয়লা খালাস করে জাহাজটি চট্টগ্রামে ফিরে আসবে। ২১ জন নাবিক নিয়ে এটি মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বাকি দুজন বিমানে দেশে ফিরবেন।'
গত ১২ মার্চ ৫৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হয় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ।