দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়ল এমভি আবদুল্লাহ
সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে সোমবার (২২ এপ্রিল) রাত পৌনে দশটার দিকে দুবাইয়ের আল হামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ।
সোমালিয়ার উপকূল থেকে রওনা হওয়ার ৯ দিনের মাথায় দুবাইয়ে ফিরল জাহাজটির ২৩ নাবিক।
বন্দর জেটিতে পৌঁছানোর পর জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের পক্ষ থেকে জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কবির গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত, সিইও মেহেরুল করিমসহ আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
কবির গ্রুপের সিইও মেহেরুল করিম বলেন, 'বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ১০টার দিকে আল-হামরিয়া বন্দরের জেটিতে জাহাজটি ভেড়ানো হয়েছে।'
মোজাম্বিক থেকে দুবাই যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হয় এমভি আবদুল্লাহ। প্রায় ৩৩ দিনের জিম্মিদশার পর ১৩ এপ্রিল দিবাগত রাতে ২৩ নাবিকসহ এমভি আবদুল্লাহ মুক্ত হয়।
এরপরই জাহাজটি ১ হাজার ৪৫০ নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল-হামরিয়া বন্দরের উদ্দেশে রওনা হয়েছিল। জাহাজটির দুজন নাবিক উড়োজাহাজে করে দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। বাকি ২১ জন নাবিকের ওই জাহাজে করে দেশে ফেরার কথা। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে কবির গ্রুপ।