ব্র্যাক, নর্থ সাউথ, ইউল্যাবসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর কয়েকটি স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ও কানাডিয়ান ইউনিভার্সিটি অভ বাংলাদেশের শিক্ষার্থীরা।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে প্রগতি সরণির একপাশ অবরোধ করে রেখেছে একদল আন্দোলনকারীরা।
বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার শুভ ঘোষ টিবিএসকে বলেন, 'মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের প্রবেশপথের সামনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। ফলে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।'
এছাড়া বেলা সাড়ে ১১টার দিকে ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেড়িবাঁধ সড়ক (গাবতলী-মোহাম্মদপুরের মধ্যে) অবরোধ করেন। এতে গাবতলী থেকে মোহাম্মদপুর হয়ে ধানমন্ডি পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অভ বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)—এ তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুড়িলে যমুনা ফিচার পার্কের সামনে সমবেত হয়েছেন।
এছাড়া গুলশান-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আহসান-উল্লাহ ইউনিভার্সিটির বিপুলসংখ্যক শিক্ষার্থী। গতকাল আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ও কোটা বাতিলের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।
সারাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় আজ সকালে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
এছাড়া ঢাকার বাইরেও খুলনা, বরিশাল, চট্টগ্রামসহ দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধসহ বিক্ষোভ প্রদর্শন করছেন।
আন্দোলনের সমন্বয়কারী, চিকিৎসক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বলেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের হামলায় ৩০০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন।