জান্নাতুল জানে তার বাবা সিঙ্গাপুরে
"আমার বাবা সিঙ্গাপুরে গেছে। নীল গাড়িতে চড়ে কালকে চলে আসবে"— ঢাকার নিম্ন আদালত চত্বরে মায়ের সঙ্গে অপেক্ষমান কাওরান বাজারের সবজি ব্যবসায়ী মঞ্জুরের ৪ বছর বয়সী মেয়ে জান্নাতুল কথাগুলো বলছিল।
মঞ্জুরের বাড়ি জামালপুর; তাকে শনিবার আনুমানিক রাত ৩টায় কাওরান বাজার থেকে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর তেজগাঁও থানায় অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলা দেওয়া হয়েছে বলে জানান মঞ্জুরের স্ত্রী তাসলিমা।
কান্নাভরা কণ্ঠে মঞ্জুরের স্ত্রী টিবিএসকে বলেন, "আমার স্বামী সহজ-সরল মানুষ। কাওরান বাজারে ব্যবসা করে, তা দিয়ে আমাদের ১ ছেলে, ১ মেয়েকে নিয়ে সংসার। তাকে রাত ৩টার সময় কাওরান বাজার নিজের দোকান থেকে পুলিশ ধরে নিয়ে গেছে।"
"এখন শুনলাম রাজনীতির মামলা দিয়েছে। সে তো রাজনীতির কিছুই বোঝে না, ব্যাবসা করে সংসার চালায়। কখনো কারও সাথে কোনো বিবাদেও যায় না," জানালেন মঞ্জুরের স্ত্রী।
তিনি আরও বলেন, "রাতে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর রাত থেকে আমার ছোট মেয়েটাকে নিয়ে প্রথমে থানায়, সেখান থেকে এখন আদালত চত্বরে ঘুরছি। মেয়েটা বাবাকে দেখতে চাচ্ছে। এখন বেলা ৩টা বাজে, কোথায় যাব, কী করবো কিছুই বুঝতে পারছি না।"
শনিবার ঢাকা নিম্ন আদালতে এমন অনেককেই দেখা গেছে যারা বলছেন— তাদের সন্তান, ভাই বা স্বামীকে পুলিশ আটক করেছে। পরিবারের দাবি, তারা নিরপরাধ এবং চলমান আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে চলমান আটকের বিভিন্ন মামলা দেখছেন অ্যাডভোকেট দেলওয়ার জাহান রুমি।
তিনি জানান, "চলমান হুটহাট আটকের কারণে অনেকেই তাদের স্বজনদের কোন থানায় আটক করা হয়েছে, তা জানেন না। ফলে তাদের খুঁজে পেতে একদিকে যেমন বেগ পেতে হচ্ছে, পাশাপাশি ভুক্তভুগীরা প্রাথমিকভাবে আইনের অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে।"