অন্তত ১৫০০ দুঃস্থ জনসাধারণকে ত্রাণ, চিকিৎসা সহায়তা প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর
আনুমানিক ১৫০০ দুঃস্থ জনসাধারণের মাঝে ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৩০ জুলাই) ঢাকার জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে, গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল ও গার্লস কলেজে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন এলাকায় ৯ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে চিকিৎসা সহায়তা ও ত্রাণ বিতরণ করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
বাংলাদেশ সেনাবাহিনী গত ২০ জুলাই থেকে বাংলাদেশ সরকারের নির্দেশে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বেসামরিক প্রশাসনের সহায়তা কার্যক্রমের আওতায় জনগণের জান ও মালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।
জনগণের প্রত্যক্ষ সহযোগিতায় ইতোমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী রাজধানীসহ সকল জেলায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে এনে মানুষের আস্থা অর্জন করেছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।