উগ্রবাদ ছড়ানোর অপচেষ্টায় লিপ্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা র্যাবের
সম্প্রতি কিছু রাষ্ট্রবিরোধী অপশক্তি দেশে 'উগ্রবাদ ছড়াচ্ছে মর্মে অপপ্রচারের মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা চালাচ্ছে' বলে মন্তব্য করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে এলিট ফোর্সটি।
বুধবার (১১ সেপ্টেম্বর) এক সংবাদ বিবৃতিতে র্যাব জানায়, 'উগ্রবাদে জড়িত দুস্কৃতিকারী চক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে র্যাব ফোর্সেস অঙ্গীকারবদ্ধ।'
বাংলাদেশ শান্তি ও সম্প্রীতির দেশ উল্লেখ করে র্যাব বলেছে, জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে দেশের সব মানুষ শান্তিপূর্ণভাবে উৎসব ও অনুষ্ঠান পালন করে।
র্যাব মহাপরিচালক দেশে র্যাবের সকল ব্যাটালিয়নকে জঙ্গিবাদ, উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানানো হয় বিবৃতিতে।
র্যাব আরও জানিয়েছে, 'জামিনে মুক্তি পাওয়া কেউ যেন পুনরায় জঙ্গিবাদে জড়িয়ে না পড়ে, সে জন্য তাদের ওপর কঠোর নজরদারি কার্যক্রম' অব্যাহত রয়েছে।
'স্বাভাবিক জীবনে ফিরে না গিয়ে কেউ যদি পুনরায় অপরাধমূলক বা জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়ে, তাহলে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।'
জঙ্গিবাদ দমনে র্যাব ফোর্সেস ভবিষ্যতেও 'জিরো টলারেন্স' নীতি বজায় রাখবে বলে সংবাদ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।