সফলদের সঙ্গী হোন, আপনিও সফল হবেন
প্রত্যেকটা মানুষ যে পরিবেশে বড় হয়, তার মানসিকতা, আচার-আচরণ, কার্যপ্রণালী ঐ পরিবেশের মধ্যেই আটকে থাকে। পরিবেশ ভাল হলে মানুষ ভাল হয়, খারাপ হলে খারাপ হয় যদিও অল্প ব্যতিক্রম আছে। গোবরে যে পদ্মফুল জন্মে না, তা না কিন্তু এর সংখ্যা অনেক কম। সেটাকে উদাহরণ হিসেবে ব্যবহার করা যাবে না। মোট কথা হচ্ছে, প্রত্যেকটা মানুষ তার পরিবেশ দ্বারা সাংঘাতিকভাবে নিয়ন্ত্রিত।
আপনি কার সাথে মিশছেন, আপনার সঙ্গী কারা এটা খুব গুরুত্বপূর্ণ।
আপনি যদি সফল মানুষদের সাথে চলেন, হাসিখুশি মানুষদের সাথে চলেন, আপনি যদি আনন্দিত মানুষের সাথে চলেন, দেখবেন যে তাদের ইম্প্রেশন আপনার মধ্যে পড়ছে। আবার যদি আপনি হতাশাগ্রস্ত মানুষের সাথে চলেন, ব্যর্থ মানুষের সাথে চলেন, তাহলে দেখবেন তাদের সেই হতাশা, তাদের সেই ব্যর্থতা আপনাকে গ্রাস করছে।
সফলদের সঙ্গী হোন, আপনি সফল হবেন। আমরা সবাই শুনেছি, কিন্তু কিভাবে? দেখুন, আমরা প্রত্যেকেই মানুষ হিসেবে যে কতটা শক্তিশালী তা আমরা প্রকৃতপক্ষে জানি না। যখন কাউকে দেখছি অনেক বড় একটা কাজ করে ফেলেছে, তখন আমরা চিন্তা করি যে এই কাজটা আসলেই সম্ভব। যখন মানুষ চাঁদে গিয়েছে, তখন আমাদের মধ্যে বিশ্বাস হয়েছে যে, চাঁদে যাওয়া আসলেই সম্ভব। কোন মানুষ যখন কোনো কিছু করে তখন অন্য আরেকজন মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয় ব্যাপারটা। যখন আপনি কোন সফল মানুষদের অনুসরণ করছেন বা তাদের সাথে চলছেন, তখন আপনার মনের মধ্যে চিন্তা আসবে যে আপনিও পারবেন, এবং সেই ধরনের উদ্যোগ নিতে তখন আপনি সচেষ্ট হবেন। যখনই আপনি কোন কাজ করার সিদ্ধান্ত নিয়ে দেখেন যে অন্যরা বিফল হয়েছে, সফল হতে পারেনি তখন কিন্তু আপনার মধ্যে একটা বিফলতার সুর বেজে উঠে।
ঠিক ঐরকম আপনি যাদের সাথে চলেন তারা যদি হতাশায় নিমজ্জিত থাকে, তারা যদি প্রতিটা কাজ শুরু করে ব্যর্থ হয় তাহলে সেই ব্যর্থতাও আপনাকে গ্রাস করবে এবং আপনিও ভয় পাবেন কোন কিছু শুরু করতে। সেজন্যই বন্ধুবান্ধব বা সহচর নির্বাচনে আমাদের খুব সতর্ক হওয়া দরকার। আমরা যারা নিজেরা খুব হতাশাগ্রস্ত অবস্থায় আছি, তখন সেই হতাশাকে উগরে দেওয়ার জন্য আমরা আরও মানুষ খুঁজি। অন্য একজন মানুষ সে যদি আনন্দিত মানুষও হয় বা সফল মানুষও হয় তারপরেও তার কাছে যদি হতাশার কোন কথা শোনানো হয়, তখন সে আক্রান্ত হয়।
ফলে আমরা কার সাথে মিশবো আর কার সাথে মিশবো না এটা হিসাব করে নিতে হবে। কিভাবে এই হিসাবটা করবেন? প্রথম কথা হচ্ছে, আপনি যাদের সাথে এখন মিশছেন, তাদের মধ্যে দেখুন কয়জন বিফল মানুষ আছে। আপনি প্রথমত যেটা করুন সেটা হচ্ছে এই বিফল মানুষ বা যারা টক্সিক মানুষ তাদেরকে দূরে সরিয়ে দিন অথবা আপনি দূরে সরে আসুন। এবার দেখুন, আপনার সার্কেলের মধ্যে সফল মানুষ কারা আছে বা কারা ভালো করছে বা কারা প্রতিদিন একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছে। আপনি তাদের কে অনুসরণ করুন এবং তাদের সাথে মিশতে থাকুন। দেখবেন, সফলেরা খুব পজিটিভ হয়, তারা প্রত্যেক কাজের মধ্যে সম্ভাবনা দেখে, ধ্বংসের মধ্যেও তারা আশা খুঁজে নেয়, ভালো কিছুকে খুঁজে নেয়, ইতিবাচক কিছুকে খুঁজে নেয়। আপনি যখন তাদের সাথে মিশবেন তখন তাদের সেই পজিটিভিটি, তাদের সেই আকাঙ্ক্ষা, তাদের বড় হওয়ার সেই স্পৃহা আপনার মধ্যেও সঞ্চারিত হবে। আপনিও তখন দেখবেন, বড় হতে চাচ্ছেন।
আপনি এবার তাদের কাছে পৌঁছাতে চেষ্টা করুন যারা সফল। এদেরকে আপনি খুঁজে বের করুন এবং তাদের সাথে মেশার চেষ্টা করুন। সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনি ইউটিউবে বা অনলাইনে আপনার পছন্দ হয় এমন কোন সফল ব্যক্তিকে খুঁজে নিন। প্রতি মুহূর্তে যে ভালো করছে, 'গ্রো' করছে আপনি তাকে বা তাদেরকে অনুসরণ করুন। দেখবেন, আপনার মধ্যে যে পজিটিভ শক্তিগুলো আছে, আপনার মধ্যে যে দক্ষতাগুলো আছে, আপনার মধ্যে যে ভালো লাগাগুলো আছে সেগুলো অন্যের ভালো লাগার সাথে একীভূত হয়ে আপনি অনেক বড় কিছু করতে উৎসাহী হবেন, বড় কিছু করতে সচেষ্ট ও অনুপ্রাণিত হবেন। দেখবেন যে, আপনার মধ্যে নতুন নতুন স্বপ্নের জাল বোনা শুরু হবে, আপনার মধ্যে নতুন নতুন উদ্যম কাজ করবে এবং সেই অনুপাতে যখন কাজ করা শুরু করবেন তখন আপনি আর পিছে পড়ে থাকবেন না। আপনিও সামনের সারির একজন হবেন।
তাই সঙ্গ নির্বাচনে, সঙ্গী নির্বাচনে খুবই সতর্ক হন। কারণ, আপনি কাদের সাথে মিশছেন, সেটাই ঠিক করে দিবে আপনি ভবিষ্যতে কেমন মানুষে নিজেকে রূপান্তরিত করবেন। আপনি যদি উৎসাহী গ্রুপের সাথে মিশেন, আপনি যদি সফল মানুষের সাথে মিশেন আপনি সফল হবেন। আপনি যদি বিফল মানুষের সাথে মিশেন, আপনি যদি ব্যর্থ মানুষের সাথে মিশেন আপনিও ব্যর্থ হবেন।
সিদ্ধান্ত আপনার, আপনি কি সফল মানুষদের দলভুক্ত হতে চান, নাকি ব্যর্থ মানুষদের দলভুক্ত হতে চান। সফল মানুষের দলভুক্ত হলে তারা আপনাকে টেনে উপরে নিয়ে যাবে আর ব্যর্থ মানুষের দলভুক্ত হলে তারা আপনাকে উপর থেকে টেনে নিচে নিয়ে যাবে। ফলে সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আসলে জীবনে আপনি যা চান, তা-ই পাবেন, সফলতা কিংবা বিফলতা।
লেখক: অর্থনীতি বিশ্লেষক, ফাইন্যান্স ও বিজনেস স্ট্র্যাটেজিস্ট; ইউটিউবার ও সিইও, ফিনপাওয়ার লিডারশীপ ইন্টারন্যাশনাল
(বিশেষ দ্রষ্টব্য: নিবন্ধের বিশ্লেষণটি লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও পর্যবেক্ষণের প্রতিফল। অবধারিতভাবে তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের অবস্থান বা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়)