ভারতে স্ত্রী উশার পৈতৃক গ্রামে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী জেডির জন্য প্রার্থনা
ভারতের একটি অতি সাধারণ গ্রামের সাদামাটা এক মন্দিরে প্রতিদিন মার্কিন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্সের জন্য প্রার্থনা করা হচ্ছে। আর এই প্রার্থনা করছেন হিন্দু পুরোহিত শুভ্রমণ্য শর্মা।
দেশটির অন্ধপ্রদেশের ভাদলুরু গ্রামের ঐ মন্দিরে রূপালী কাপড়ে মোড়ানো ১৯ শতকের গুরু সাঁই বাবার একটি মূর্তির সামনে জেডির জন্য প্রার্থনা করা হচ্ছে। যা কি-না রিপাবলিকান এই প্রার্থীর স্ত্রী উশা ভ্যান্সের পৈতৃক এলাকা।
ডোনাল্ড ট্রাম্প যদি ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয় তবে উশা ভ্যান্সই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম অশ্বেতাঙ্গ সেকেন্ড লেডি।
যে মন্দিরে প্রার্থনা করা হচ্ছে সেই জায়গাটিও একসময় উশার পরিবারের মালিকানাধীন ছিল। মন্দিরের পুরোহিত বলেন, "আমরা উশার জন্য আশীর্বাদ করি। তার জীবনে সফলতা আসুক। আমরা উশা ও তার স্বামীর জন্য আশীর্বাদ করি।"
উশার প্র-পিতামহ ভাদলুরু থেকে চলে গেছেন। কিন্তু তার পূর্বপুরুষরা গ্রামে হিন্দু শাস্ত্রে পারদর্শী হিসেবে বেশ ভালোই সম্মানিত।
উশার বাবা চিলুকুড়ি রাধাকৃষ্ণন চেন্নাইয়ে বড় হয়েছেন। পরবর্তীতে উচ্চশিক্ষা অর্জনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।
ইয়েল ল স্কুলে পড়ার সময় উশা ও জেডির পরিচয় হয়। ২০১৪ সালে তারা বিয়ে করেন। তাদের মোট তিন সন্তান রয়েছে।
উশা কখনও ভারতে বাবার পৈতৃক গ্রামে আসেননি। কিন্তু পুরোহিত জানান, উশার বাবা তিন বছর আগে গ্রামে এসেছিলেন। তখন তিনি মন্দিরের অবস্থা দেখে যান।
উশা সনাতন ধর্ম পালন করে থাকেন। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "এই বিশ্বাস তার বাবা ও মা-কে বেশ ভালো অভিভাবক হিসেবে গড়ে তুলেছে।"
বর্তমানে গ্রামবাসীরা ইউটিউব ও ফেসবুকে জেডি ভেন্সের নির্বাচনী প্রচারণা দেখছেন। ৭০ বছর বয়সি ভেঙ্কটা রামানায় নামের এক বাসিন্দা বলেন, "আমরা বেশ খুশি ও গর্বিত।"
অনুবাদ: মোঃ রাফিজ খান