'চাইল্ডলেস ক্যাট লেডিস' কমলাকে কটাক্ষ জেডি ভ্যান্সের; প্রতিবাদ অভিনেত্রী অ্যানিস্টনের
২০২১ সালে নিঃসন্তান নারীদের কটাক্ষ করে মন্তব্য করেছিলেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। এবার সেই বক্তব্যটিকে সামনে এনে ট্রাম্পের রানিং মেটের সমালোচনা করেছেন মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন।
নিজের ইনস্টাগ্রামে জেডির ঐ বক্তব্যের ছবি প্রকাশ করে অ্যানিস্টন বলেন, "আমি বিশ্বাসই করতে পারছি না যে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একজন ভাইস প্রেসিডেন্ট এমনটা বলেছেন।"
২০২১ সালে ওহাইও রাজ্যের সিনেটর প্রার্থী ছিলেন জেডি। তখন ফক্স নিউজের একটি অনুষ্ঠানে তিনি বলেন, "যুক্তরাষ্ট্র পরিচালিত হচ্ছে একদল নিঃসন্তান নারীদের দ্বারা। যারা কি-না নিজেদের সিদ্ধান্তের জন্যই জীবনে বেশ দুর্দশাগ্রস্থ। তাই তারা দেশের বাকিদের জীবনও দুর্বিষহ করতে চায়।"
জেডির সাক্ষাৎকারের ঐ ভিডিওটি নতুন করে ফের সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে। যেখানে তিনি বলেন, "এটা খুবই ব্যাসিক ব্যাপার। আপনি কমলা হ্যারিস, পিটে বুটিগিয়েগের দিকে তাকান। পুরো ডেমোক্রেট শিবির এখন চাইল্ডলেস ক্যাট লেডিসদের দ্বারা নিয়ন্ত্রিত। আমরা আমাদের দেশকে এমন লোকদের হাতে তুলে দিয়েছি যাদের প্রকৃতপক্ষে সরাসরি অংশীদারিত্ব নেই। এটার কোনো মানে হয়?"
অ্যানিস্টন যদিও নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা কথা বলেন না। কিন্তু তিনি তার মাতৃত্ব নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন। এক্ষেত্রে জন্মদান সম্পর্কিত অধিকারকে সামনে এনে জেডির কড়া সমালোচনা করেছেন তিনি।
অ্যানিস্টন বলেন, "আমি শুধু এইটুকুই বলতে চাই যে, আমি দোয়া করি যাতে জেডির কন্যা একদিন সন্তান জন্ম দিতে পারেন। আশা করি, তাকে দ্বিতীয় অপশন হিসেবে আইভিএফের সাহায্য নিতে হবে না। কেননা আপনি সেই সুযোগ তার থেকে কেড়ে নিচ্ছেন।"
এবারের মার্কিন নির্বাচনে প্রজনন স্বাস্থ্যের ব্যাপারটি বেশ গুরুত্ব পাচ্ছে। বহু হলিউড অভিনেত্রীও গর্ভপাত ও নারীর স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছেন।
অনুবাদ: মোঃ রাফিজ খান