ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষের দাবি, বিমানটি ১ কোটি ৩০ লাখ ডলারের বিনিময়ে অবৈধভাবে কেনা হয়েছিল এবং দেশ থেকে পাচার করা হয়েছিল। খবর বিবিসি'র।
মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, 'ফ্যালকন ৯০০ইএক্স' মডেলের বিমানটি ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে জব্দ করা হয়। এরপর সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছে।
তবে বিমানটি কীভাবে এবং কখন ডোমিনিকান প্রজাতন্ত্রে পৌঁছেছিল, তা এখনো স্পষ্ট নয়। ট্র্যাকিং ডেটা থেকে জানা যায়, সোমবার বিমানটি সান্টো ডোমিঙ্গোর কাছে লা ইসাবেলা বিমানবন্দর থেকে রওনা হয়ে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছায়।
ভেনেজুয়েলা এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে এটিকে 'ডাকাতি' বলে অভিহিত করেছে।
ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে একতরফাভাবে এবং অবৈধভাবে চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে নিজেকে ন্যায্যতা দিচ্ছে।
এক বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার বলেছে, তারা দেশের এই ক্ষতি পূরণে যেকোনো আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রাখে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের সন্দেহে বিমানটি জব্দ করা হয়েছে।
তাদের দাবি, মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০২২ সালের শেষদিকে এবং ২০২৩ সালের শুরুর দিকে ফ্লোরিডাভিত্তিক একটি কোম্পানি থেকে বেআইনিভাবে বিমানটি ক্রয় করেছিলেন। এ সময় তারা নিজেদের সম্পৃক্ততা লুকানোর জন্য ক্যারিবিয়ানভিত্তিক একটি শেল কোম্পানি ব্যবহার করেন। এরপর বিমানটি ২০২৩ সালের এপ্রিলে অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় রপ্তানি করা হয়।
ফ্লাইটরাডার২৪ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিমানটি ২০২৩ সালের এপ্রিলে ক্যারিবিয়ান দ্বীপ সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনসে অবতরণের পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছেছিল। পরে এটি নিয়মিত ভেনেজুয়েলার একটি সামরিক ঘাঁটিতে আসা-যাওয়া করেছে। তবে বিমানটি কীভাবে এবং কখন ডোমিনিকান প্রজাতন্ত্রে পৌঁছেছিল তা এখনও পরিষ্কার নয়। মার্কিন কর্মকর্তারা বলছেন, মাদুরো অন্যান্য দেশে ভ্রমণের সময় এই বিমানটি ব্যবহার করতেন।
মাদুরোর পুনর্নির্বাচনের পর ভেনেজুয়েলা সরকার ডোমিনিকান প্রজাতন্ত্র এবং পানামায় বাণিজ্যিক ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে।
ভেনেজুয়েলার বিরোধী দল একটি জরিপ প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে— তাদের ঐক্যবদ্ধ প্রার্থী এডমুন্ডো গনজালেস নিরঙ্কুশ জয়লাভ করেছেন। তবে মাদুরো-সমর্থক নির্বাচনী কাউন্সিল এই ফলাফলকে স্বীকৃতি দেয়নি।
ইউরোপীয় ইউনিয়ন জুলাইয়ে অনুষ্ঠিত পুনর্নির্বাচনের ফলাফল না দেখে মাদুরোর জয়কে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। ল্যাটিন আমেরিকার বেশ কয়েকটি দেশও তাদের সমর্থন প্রত্যাহার করেছে, যেখানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা মাদুরোর সম্পূর্ণ স্বচ্ছতা দাবি করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র এডমুন্ডো গনজালেসকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বলেছে, মাদুরোর পরাজয়ের প্রমাণ রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এডমুন্ডো গনজালেসকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং বলেছে, মাদুরোর পরাজয়ের 'অপ্রতিরোধ্য' প্রমাণ তাদের কাছে রয়েছে।
তবে এটি প্রথমবার নয় যে, মাদুরো বা ভেনেজুয়েলার সরকার দুর্নীতির অভিযোগে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষের লক্ষ্যে পরিণত হয়েছে।
২০২০ সালে বিচার বিভাগ মাদুরো এবং ১৪ জন ভেনেজুয়েলান কর্মকর্তার বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ, দুর্নীতি এবং মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগ আনে। মার্কিন পররাষ্ট্র বিভাগ মাদুরোকে গ্রেপ্তার বা দোষী সাব্যস্ত করতে সহায়তাকারী তথ্যের জন্য ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন