‘সামনে এমন কোনো ভুল হবে না’- কথা দিয়েছেন সাকিব
অনলাইন বেটিং সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হন সাকিব। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তির খবর চিন্তায় ফেলে দেয় বিসিবিকে। খোঁজ-খবর নিয়ে সাকিবকে চুক্তি বাতিল করার নির্দেশনা দেয় বিসিবি। কিন্তু সাকিব জানান, চুক্তিটি বাতিল করবেন না তিনি। এতে ক্ষিপ্ত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে দেন, চুক্তি অথবা বাংলাদেশ ক্রিকেট; যেকোনো একটি বেছে নিতে হবে সাকিবকে।
এমন হুঁশিয়ারির কিছুক্ষণের মধ্যে চুক্তি বাতিল করে বিসিবিকে চিঠি দিয়ে জানান সাকিব। তবে এর আগে চুক্তি বাতিল করবেন না জানিয়ে বিসিবিকে একের পর এক যুক্তি দিয়ে এসেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। সেই সাকিবই কিনা এখন বলছেন, তাকে ভুল বোঝানোর কারণে এই চুক্তিটি করেছিলেন। নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি। এমন কোনো ভুল আগামী আর হবে না বলেও কথা দিয়েছেন সাকিব।
শনিবার সাকিবের সঙ্গে বৈঠকের পর এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। সাকিবকে টি-টোয়েন্টি অধিনায়ক ঘোষণার দিনে তিনি বলেন, 'এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে। তার আসলে এটার সঙ্গে যুক্ত হওয়া ঠিক হয়নি। নিশ্চিতভাবে সাকিব আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। বোর্ডের আগের মিটিংয়ে সাকিবকে অধিনায়ক করার চিন্তা ভাবনা ছিল। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই পরিকল্পনায় স্থির থাকব।'
ভুলবশত অনলাইন নিউজ পোর্টাল মনে করে সাকিব চুক্তিটি করেছেন বলে বৈঠকে জানিয়েছেন। জালাল ইউনুস বলেন, 'এখানে সভাপতি ছিলেন। সে বলেছে, কোনো ভুল কারণে একটা অনলাইন নিউজ মনে করে এনডোরসমেন্ট করেছিল। এটা ঠিক হয়নি। তাকে বুঝিয়ে বলার পর সে বলেছে, "আমি সেখান থেকে সরে এসেছি। এটাই শেষ।" তার কাছে মনে হয়েছে মিস গাইডেড।
বেটউইনারের সঙ্গে চুক্তি করার আগে বিসিবির অনুমোদন না নিয়ে শৃঙ্খলাভঙ্গ করেছেন সাকিব। চুক্তি বাতিল করায় দলে ফিরিয়ে অধিনায়ক করা হলেও এই ব্যাপারে আপাতত 'মাফ' মিলছে না সাকিবের। জালাল ইউনুসের ভাষায়, 'এটা নিয়েও তার সঙ্গে আলোচনা হয়েছে। সে আমাদের অনুমতি ছাড়া একটা এনডোরসমেন্ট করেছে। আমাদের পরবর্তী বোর্ড মিটিংয়ে এটা নিয়ে আলাপ হবে।'
'এমন ভুল আর হবে না' বলে বিসিবিকে মানিয়ে নিয়েছেন সাকিব। এ জন্য খুব একটা বেগ পোহাতে হয়নি তাকে। সেরা খেলোয়াড় বলে বিসিবিও চেয়েছে আপোষ করে নিতে। জালাল ইউনুস বলেন, 'সাকিব এখনও আমাদের সেরা খেলোয়াড়। আমরা তাকে ওউন করি। সে আমাদের বোর্ডের বা দেশের বাইরের কেউ না। সে যখন বলেছে, সে ভুল করেছে; আমরা ধরে নিয়েছি পরবর্তী… (আর হবে না)। তাকে বলা হয়েছে এই রকম ভুল যেন সে আর পুনরায় না করে। সেও আবার বলেছে, "হ্যাঁ ঠিক আছে।" সেখানে আমরা বিষয়টি শেষ করে দিয়েছি।'
অবশ্য সেরা খেলোয়াড় হলেও চুক্তির আগে না জানানোর মতো এমন ভুল মেনে নেওয়ার বিপক্ষে জালাল ইউনুস, 'সেরা খেলোয়াড় হয়ে শৃঙ্খলা বা কোড অব কডাক্ট ভাঙলেও কম্প্রোমাইজ করা ঠিক না। হয়তো এটা কম্প্রোমাইজ করা উচিত নয়। যেহেতু সে বলেছে সামনে এ রকম কোনো সমস্যা হবে না, আমরা আশা করি সামনে এটার পুনরাবৃত্তি করবে না সে। এই চিন্তা মাথায় রেখে আমাদের এই সিদ্ধান্ত।'