‘ওভারডোজে’র কারণে তিনবার স্ট্রোক ও একবার হার্ট অ্যাটাক হয়েছিল ডেমি লোভাটোর!
আমেরিকান জনপ্রিয় গায়িকা ডেমি লোভাটো জানিয়েছেন, ২০১৮ সালে তিনবার স্ট্রোক ও একবার হার্ট অ্যাটাক হয়েছিল তার। এসব ঘটনায় প্রায় মরতে বসেছিলেন তিনি।
ইউটিউবের অরিজিনাল ডকুসিরিজ 'ডেমি লোভাটো: ড্যান্সিং উইথ দ্য ডেভিল'-এ এসব তথ্য তিনি নিজেই জানিয়েছেন।
সিরিজটির ট্রেইলার গত বুধবার প্রকাশ পায়। সেইসূত্রে জানা যায়, 'ওভারডোজে'র কারণে বর্তমানে ২৮ বছর বয়সী এই তারকা সে সময়ে প্রাণঘাতী পরিস্থিতির মুখে পড়েছিলেন।
'আমার তিনবার স্ট্রোক হয়েছিল। হার্ট অ্যাটাক হয়েছিল একবার। ডাক্তাররা বলে দিয়েছিলেন, বড় জোর ৫ থেকে ১০ মিনিটই আয়ু আছে,' ট্রেইলারে বলতে শোনা যায় ডেমিকে।
মাইকেল ডি. র্যাটনার পরিচালিত এই ডকুসিরিজে ডেমি তার জীবনের সেই দুর্বিষহ মুহূর্তগুলোর কথা প্রথমবারের মতো প্রকাশ করেছেন। ওইসব ঘটনা তাকে জীবন সম্পর্কে নতুন উপলব্ধি এনে দিয়েছে বলেও দাবি এ গায়িকার।
এই ডকুমেন্টারিতে লোভাটোর পাশাপাশি তার বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য এবং এলটন জন ও ক্রিস্টিনা অ্যাগুইলেরা-সহ অন্যান্য মিউজিশিয়ানও সাক্ষাৎকার দিয়েছেন।
'ডেমি লোভাটো: ড্যান্সিং উইথ দ্য ডেভিল'-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ১৬ মার্চ, সাউথ বাই সাউথওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালে।
- সূত্র: ভ্যারাইটি ম্যাগাজিন