জয়ে শুরু ভারতের দ্রাবিড়-রোহিত অধ্যায়
দুজনই বেশ কিছুদিন আগে দায়িত্ব পেয়েছেন। আনুষ্ঠানিক শুরুর অপেক্ষা ছিলেন তারা। সেই অপেক্ষা ফুরালো, বুধবার দারুণ এক জয়ে যাত্রা শুরু করলেন ভারত জাতীয় দলের নতুন কোচ রাহুল দ্রাবিড় ও নতুন অধিনায়ক রোহিত শর্মার। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে শুরু হলো ভারতের দ্রাবিড়-রোহিত অধ্যায়।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার জয়পুরে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়া ভারত বিশ্বকাপে হারের শোধও তুললো। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই-ই করতে পারেনি ভারত। দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল তারা।
জয়পুরে টস হেরে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড লড়াকু সংগ্রহই দাঁড় করায়। মার্টিন গাপটিল ও মার্ক চ্যাপম্যানের হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৬৪ রান তোলে সফরকারীরা। জবাবে অধিনায়ক রোহিত শর্মা ও ম্যাচসেরা সূর্যকুমারের ব্যাটে ২ বল বাকি থাকতে জয় তুলে নেয় ভারত।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে রোহি ও সূর্যকুমারই মূলত ব্যাট চালান। এদিন লোকেশ রাহুল রান করতে পারেননি। ডানহাতি এই ওপেনার ১৫ রান করে থামেন। এরপর ৫৯ রানের জুটি গড়েন রোহিত-সূর্যকুমার। রোহিতের বিদায়ে ভাঙে এই জুটি। স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নামা ডানহাতি এই ব্যাটসম্যান ৩৬ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান করেন।
এরপর ঋষভ পন্তকে নিয়ে আরও কিছুটা পথ পাড়ি দেন সূর্যকুমার। তবে ম্যাট শেষ করে আসতে পারেননি তিনি। দলীয় ১৪৪ রানে বিদায় নেন তিনি। এর আগে ৪০ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ম্যাচ জেতানো ৬২ রান করেন সূর্যকুমার। পন্ত ১৭ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ২টি এবং টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ড্যারিল মিচেল একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিং করা নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের ইনিংস খেলেন গাপটিল। ডানহাতি এই ওপেনার ৪২ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ৭০ রানের দারুণ এক ইনিংস খেলেন। চ্যাপম্যান ৫০ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করেন। বাকিদের মধ্যে কেবল টিম সেইফার্ট দুই অঙ্কের রান করেন। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস রানের খাতাই খুলতে পারেননি। ভারতের ভুবনেশ্বর কুমার ও রবিচন্দ্রন অশ্বিন ২টি করে উইকেট নেন।