'গুণ' বোঝাতে ক্যামেরার সামনেই গোবর খেলেন ডাক্তার
গোমূত্র ও গোবরের গুণাগুণ নিয়ে বিভিন্ন সময়ে নানা দাবি করতে শোনা যায় ভারতের কেন্দ্রীয় শাসক দলের নেতা-মন্ত্রীদের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রায়ই শোরগোল হয়।
কেউ নেতা-মন্ত্রীদের এই দাবি অন্ধভাবে বিশ্বাস করেন, কেউ আবার বৈজ্ঞানিক যুক্তির ভিত্তিতে সেসব দাবিকে খণ্ডন করার চেষ্টা করেন। এই পরিস্থিতিতে এবার গোবরের 'গুণে'র প্রমাণ দিতে ক্যামেরার সামনেই গোবর ও গোমূত্র খেলেন ভারতের হরিয়ানা রাজ্যের এক ডাক্তার।
আরও পড়ুন- গোমূত্র, গোবর করোনা ভাইরাস থেকে বাঁচাবে: বিজেপি নেত্রী
'ভাইরাল হরিয়ানা' নামক একটি সংস্থার লাইভ ভিডিওতে দেখা যায়, মনোজ মিত্তাল নামের সেই ডাক্তার গোবর হাতে নিয়ে একটি গোয়ালঘরে দাঁড়িয়ে আছেন। তিনি 'পঞ্চগ্রাব্য' বা প্রাণী যে পাঁচটি উপাদান সরবরাহ করতে পারে সে সম্পর্কে বিশদভাবে বর্ণনা দিচ্ছিলেন। তাকে সে সময় অল্প পরিমাণে গোবর কুড়িয়ে তা খেতে দেখা যায়। তিনি বলেন, তার মা এসব খেয়েই উপোস ভাঙতেন।
আরও পড়ুন- গোমূত্র ও গোবর ভারতের অর্থনীতিকে শক্তিশালী করবে: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী
তিনি দাবি করেন, পশুর গায়ে হাত বোলালে অনেক উপকার হয়।
মনোজ বলেন, স্বাভাবিক উপায়ে সন্তান প্রসবের জন্য নারীদের গোবর খাওয়া উচিত। এরপর সেখানেই থেমে না থেকে, তিনি গরুর মূত্রেও চুমুক দেন। তিনি দাবি করেন যে, এতে একজনের দেহ পরিশুদ্ধ হয় এবং এমনকি রক্তচাপের সমস্যাও উপশম করার বৈশিষ্ট্য রয়েছে গোমূত্রে।
ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, সর্বত্র ছড়িয়ে পড়া এই ভিডিওতে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, কীভাবে একজন এমবিবিএস ডিগ্রীধারী চিকিৎসক এ ধরনের বিষয় বিশ্বাস এবং তা প্রচার করতে পারেন!