বিরক্তিকর ও বিপজ্জনক প্রাণী মশা: তবুও কেন সব মশা নিধন নিয়ে বিতর্ক আছে!
বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীতে মশার জনসংখ্যা এত বেশি যে কোনোদিনই মশা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। আর মানুষের সব ধরনের মশা নির্মূলের প্রয়োজনও নেই। এডিস, অ্যানোফিলিস এবং কিউলেক্স মশাই মূলত মানুষের শত্রু।