টোকিওর বিশাল এক বিলবোর্ডে জায়গা পেল থ্রিডি বিড়াল
টোকিও শহরের সবচেয়ে ব্যস্ততম এক রেলওয়ে স্টেশনের পাশে তাকালেই আপনি দেখতে পাবেন মাথার উপরে বিলবোর্ডে খেলা করছে বিশাল এক বিড়াল। প্রথম দর্শনে এটিকে সত্যিকারের বিড়াল মনে হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু আদতে এটি একটি থ্রিডি বিড়ালের ছবি।
শিনজুকু জেলায় ১৬৬৪ বর্গফুটের দৈত্যাকার কার্ভড এলইডি স্ক্রিনে বিজ্ঞাপনের ফাঁকে ফাঁকে দেখতে পাওয়া যায় এই বিড়ালকে। ফোরকে রেজ্যুলুশনের ডিসপ্লেতে দেখা যায়, বিড়ালটি জাপানের রাজধানীর সুউচ্চ অবস্থানে যেন হাঁটছে এবং মিয়াঁও শব্দ করছে।
সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিলবোর্ডে বিজ্ঞাপন চলতে থাকে এবং দিনভর ভিডিওগুলো পরিবর্তিত হতে থাকে। সাদা বিড়ালটি প্রথম সচকিত হয়ে ওঠে সকালবেলা এবং বিকালে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পথচারীদের দিকে তাকিয়ে মিয়াঁও বলে ডাকতে থাকে। সন্ধ্যায় তাকে শুয়ে থাকতে দেখা যায় এবং নিজের থাবার উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে।
যদিও ১২ জুলাইয়ের আগে বিলবোর্ডের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে না, কিন্তু পরীক্ষামূলক প্রচার গত মাস থেকেই চলছে। এরই মধ্যে 'শিনজুকু বিড়াল' অনলাইন জগতে পরিচিতি পেয়ে গেছে। ব্যবহারকারীরা একে 'সুন্দর ও আদুরে' বলছেন এবং প্রযুক্তির অভাবনীয় কৌশলের প্রতি মুগ্ধতা প্রকাশ করছেন।
এক টুইটার ব্যবহারকারী বিড়ালটির হাই তোলা ও ঘুমিয়ে পড়ার ভিডিও পোস্ট করে লিখেছেন, 'রাতের বেলা তাকে খুব নিদ্রালু মনে হয়।'
যারা টোকিওর এই বিড়ালকে সরাসরি ওই স্থানে গিয়ে দেখতে পারবেন না, তাদের জন্য এই ডিসপ্লে বসানোর পেছনে যারা আছেন, সেই 'ক্রস স্পেস' কোম্পানি ইউটিউবে বিলবোর্ডটির একটি লাইভ স্ট্রিমিং চালু করেছেন। কিন্তু এক প্রেস বিজ্ঞপ্তিতে স্ক্রিনের মালিক সতর্ক করেছেন যে, দেখার দৃষ্টকোণের উপর ভিত্তি করে এই থ্রিডি ইফেক্ট কম লাগতে পারে।
শিনজুকু ট্রেন স্টেশনের পূর্ব দিকের প্রস্থান পথের উপরে এই বিলবোর্ডটি বসানো হয়েছে। শিনজুকুর এই এলাকা ব্যস্ততম শপিং সেন্টার ও ব্যবসায়িক কেন্দ্র বলে পরিচিত। 'ক্রস শিনজুকু ভিশন' নামক এই ডিসপ্লের জন্য চালু করা একটি ওয়েবসাইট সূত্র থেকে জানা যায়, সপ্তাহান্তে এই স্ক্রিনের সামনে দিয়ে ১৯০,০০০ মানুষ চলাচল করে।
সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ার একাধিক দেশে রিয়ালিস্টিক থ্রিডি বিলবোর্ড দেখা গেছে। গত মে মাসে ডি'স্ট্রিকট নামের একটি প্রযুক্তি ফার্ম দ্বারা উদ্ভাবিত দৈত্যাকার থ্রিডি তরঙ্গের বিলবোর্ড দ. কোরিয়ার সিউলের গ্যাংনাম অঞ্চলে জায়গা পেয়েছিল।
- সূত্র: সিএনএন