ভারতের পর এবার টিকটক নিষিদ্ধ করবে যুক্তরাষ্ট্র
প্রযুক্তি জগতের বিশাল নাম- মাইক্রোসফট চীনা শর্টভিডিও প্লাটফর্ম টিকটকের মার্কিন কার্যক্রম অধিগ্রহণের জন্য অগ্রিম আলোচনা শুরু করেছে, বলে শুক্রবার জানিয়েছে মার্কিন এক গণমাধ্যমের প্রতিবেদন!
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও নতুন করে জানিয়েছেন যে, তার প্রশাসন চীনের ভিডিও অ্যাপটি নিষিদ্ধ করার বিষয়ে বিবেচনা করছে।
প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, "আমরা টিকটকের দিকে নজর দিচ্ছি। আমরা টিকটককে নিষিদ্ধ করতে পারি।" খবর এনডিটিভির।
এর আগে লাদাখের সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে ভারত টিকটকসহ ১০৬ টি চীনা অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করেছে। দেশটির প্রশাসন এবং আইনপ্রণেতাদের দু'পক্ষই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
"আমরা হয়ত আরও অন্য কিছু কাজও করব। বেশ কয়েকটি বিকল্প রয়েছে, কিন্তু অনেক কিছুই ঘটছে, তাই আমরা কী হবে- তা দেখব। তবে টিকটকের বদলে আমরা অনেক বিকল্পের সন্ধানে রয়েছি," একটি প্রশ্নের জবাবে বলেন ডোনাল্ড ট্রাম্প।
গত শুক্রবার (যুক্তরাষ্ট্র সময়) রাতে প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যে, টিকটকের মার্কিন পরিচালনা ক্ষমতা অর্জনের জন্য ভারতীয়-মার্কিন বংশদ্ভূত সত্য নাদেলআর নেতৃত্বে মাইক্রোসফট প্রশাসনের সঙ্গে আলোচনা চালাচ্ছে। এই চুক্তি কয়েক বিলিয়ন ডলারের হতে পারে।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, "এই বিষয়টি সম্পর্কে ঘনিষ্ঠ সূত্রের মতে খবর, একটি চুক্তি সোমবারের মধ্যেই চুড়ান্ত হতে পারে এবং তা নিয়ে; মাইক্রোসফট, বাইটড্যান্স এবং হোয়াইট হাউসের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার বিষয়টি তাৎপর্যপূর্ণ এবং একসঙ্গে কোনও চুক্তি নাও হতে পারে।"
উল্লেখ্য যে, চীনের বাইটড্যান্স টিকটকের মূল মালিকানা সংস্থা।