করোনা মোকাবিলায় বিশ্বজয়ীদের তহবিল গঠন
করোনাভাইরাসের ছোবলে দিশেহারা পুরো বিশ্ব। ২০০ টিরও বেশি দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ৮৩ হাজার ৪২৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫০ হাজার মানুষ। বাংলাদেশেও হুহু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা। এমন অবস্থায় নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অনেকেই।
বিসিবির কেন্দ্রীয় চুক্তি ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিরিজ খেলা বাংলাদেশের ২৭ জন ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেকটা দান করেছেন দুস্থ মানুষের সাহায্যে। একইভাবেই অর্ধেক মাসের বেতন দান করেছেন প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার। এবার করোনা রুখতে এগিয়ে এলেন বিশ্বকাপজয়ী বাংলাদেশের যুব দলের ক্রিকেটাররা।
করোনা মোকাবিলায় তহবিল গঠন করছেন আকবর আলী, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমনরা। তহবিল গঠনের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিশ্বজয়ী দলের সদস্য অভিষেক দাস।
যুব বিশ্বকাপের স্কোয়াডে থাকা ১৬ ক্রিকেটার ও ৮ কর্মকর্তার অনুদানে গঠিত হচ্ছে এই তহবিল। যার যার সামর্থ্য অনুযায়ী এই তহবিলে দান করবেন আকবর আলীরা। আগামী কয়েকদিনে এই তহবিল সম্পূর্ণ হয়ে গেলে মোট অর্থ বিসিবিতে জমা দেওয়া হতে পারে বলে জানালেন অভিষেক।
ডানহাতি এই অলরাউন্ডার বলেন, 'আমরা একটা উদ্যোগ নিয়েছি। সামর্থ্য অনুযায়ী আমরা দান করব সবাই। কয়েক দিনের মধ্যে এটা হয়ে গেলে বিসিবিতেও জমা দেওয়া হতে পারে। তবে এটা নিশ্চিত নয় এখনও। এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।'
যুব বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া আকবর আলী এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'এটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এটা এখনও কিছু ঠিক হয়নি। হয়তো দুই-একদিনের মধ্যে হয়ে যাবে। এটা তত্ত্বাবধান করছেন আমাদের কাওসার স্যার (যুব দলের ম্যানেজার)। আমরা ১৬ জন ক্রিকেটার এবং আট জন কর্মকর্তা এই তহবিলে টাকা দেব। যার যেমন সামর্থ্য সেই অনুসারে সবাই টাকা দেবেন। ধরাবাধা কোনো পরিমাণ নেই।'
আর সবার মতো এই কার্যক্রমে আছেন বিশ্বজয়ী যুব দলের সদস্য শরিফুল ইসলামও। বাঁহাতি এই পেসার এখনও বসে নেই। নিজ উদ্যোগে ইতোমধ্যে ৭০টি পরিবারের হাতে খাবার তুলে দিয়েছেন তরুণ এই ক্রিকেটার।