বিশ্বকাপ ফাইনালের জার্সি ও গ্লাভস নিলামে তুলছেন আকবর
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একমাত্র ফাইনাল। যে ফাইনাল জিতে শিরোপাও ঘরে নিয়ে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই বিশ্বজয়ে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন আকবর আলী। যুব বিশ্বকাপের ফাইনালে চাপের পাহাড় মাথায় নিয়েও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। এবার করোনাভাইরাস মোকাবিলাতেও নেতার মতো উদ্যোগ নিলেন আকবর।
করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে বিশ্বকাপ ফাইনালের জার্সি ও ব্যাটিং গ্লাভস নিলামে তোলার ঘোষণা দিয়েছেন আকবর। সেরা অর্জনের স্মারক নিলামে তোলার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবকে নিজের অ্যাকাউন্ট থেকে পোস্টের মাধ্যমে জানিয়েছেন যুব দলের বিশ্বজয়ী এই অধিনায়ক। নিলাম থেকে অর্জিত পুরো অর্থই করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে খরচ করা হবে।
পোস্টে আকবর আলী লিখেছেন, 'নিঃসন্দেহে অ-১৯ বিশ্বকাপ জয় এখন পর্যন্ত আমার জীবনের সেরা অর্জন। করোনার এই সঙ্কটকালীন সময়ে সেই অর্জনের দুটি স্মারক (ফাইনালের ম্যাচ জার্সি, ফাইনালে ব্যবহৃত ব্যাটিং গ্লাভস) নিলামে তুলতে যাচ্ছি। নিলাম থেকে প্রাপ্ত পুরো অর্থই করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।'
ক্রিকেট সামগ্রী নিলামে তোলার পরামর্শ দিয়ে নিজেই আগে কাজটি করে দেখিয়েছেন সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে ইতিহাসগড়া ব্যাটটি নিলামে ২০ লাখ টাকায় বিক্রি করেছেন তিনি। অর্জিত এই পুরো অর্থ করোনাভাইরাস দুর্গতদের সাহায্যে খরচ করা হবে।
সাকিবেরও আগে দুস্থ মানুষদের সাহায্যে নিজের সবচেয়ে প্রিয় ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা ব্যাটটি নিলামে তুলবেন তিনি। মুশফিকের এমন ঘোষণায় অনুপ্রাণিত বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাকাব্যিক সেই ইনিংস (১০০) খেলা ব্যাটটি নিলামে তুলতে চান তিনি।
এই দুই ক্রিকেটারের পর তালিকায় যুক্ত হন সাকিব আল হাসান। ২০১৯ বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাটটি নিলামে তোলার ঘোষণা দেন সাবেক এই নাম্বার ওয়ান। ঘোষণার পরদিনই অনুষ্ঠিত হয় নিলাম। সাকিবের নিলাম অনুষ্ঠান দেখে অনেকেই অনুপ্রাণিত। বিভিন্ন খেলার খেলোয়াড়রা তাদের প্রিয় স্মারক নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। এই তালিকায় আছেন ফুটবলার আলফাজ আহমেদ, রোকনুজ্জামান কাঞ্চন, শুটার আসিফ হোসেন খান। সর্বশেষ যোগ হলেন আকবর।