বৃষ্টির কারণে ৪৫ ওভারে ম্যাচ, টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামতে পারতো বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে বড় সংগ্রহ না গড়তে পারলেও বল হাতে আয়ারল্যান্ডের ব্যাটসম্যানদের ভালোই পরীক্ষা নিচ্ছিলেন বাংলাদেশের বোলাররা। তাদেরই মত, ম্যাচ হলে ফল তাদের পক্ষেই আসতো। কিন্তু ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড। বৃষ্টির কারণে বেশ খানিক ক্ষণ পর টস হয়েছে। টস জিতে বোলিংয়ে নামছে তামিম ইকবালের দল। ইংল্যান্ডের চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়। বৃষ্টির কারণে ম্যাচটি হবে ৪৫ ওভারের।
বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আসেনি। আয়ারল্যান্ডের একাদশও আছে অপরিবর্তিত।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহেনি, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম ও জশ লিটল।