টেক্টর-ডকরেলের ব্যাটে বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো আয়ারল্যান্ড
টসে জিতে তামিমের বোলিং করার সিদ্ধান্তটা সঠিক প্রমাণে ব্যর্থ হলেন বাংলাদেশি বোলাররা। আর তার সুযোগ নিয়ে বড় সংগ্রহ গড়েছে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টরের অসাধারণ সেঞ্চুরির সঙ্গে জর্জ ডকরেলের ঝড়ো ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ৩১৯ রানের সংগ্রহ গড়েছে আইরিশরা। যা বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের সর্বোচ্চ সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিলো ২৯২।
টস জিতে বোলিং নিয়ে তামিম ভুল করেননি, এমনটা যদি আয়ারল্যান্ডের ইনিংসের শুরুতে কেউ ভেবেও থাকে তাহলে তাকে দোষ দেওয়ার উপায় নেই। ১৬ রানেই দুই আইরিশ ওপেনারকে সাজঘরে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। এরপরই আয়ারল্যান্ড ইনিংসের হাল ধরেন অধিনায়ক বালবার্নি এবং হ্যারি টেক্টর।
৯৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন এই দুজন। দলীয় ১১৪ রানের মাথায় বালবার্নি, ১৩৮ রানে টাকার আর ১৬৭ রানের মাথায় ক্যামফার বিদায় নিলেও টেক্টর ছিলেন অবিচল। ১৬৭ রানে পাঁচ উইকেট হারিয়ে আবারো চাপে পড়ে আয়ারল্যান্ড।
কিন্তু এরপরের গল্পটা কেবলই টেক্টর আর জর্জ ডকরেলের। বাংলাদেশি বোলারদের হতাশ করে দুজনে গড়েন ১১৫ রানের জুটি। ষষ্ঠ উইকেটে এই জুটি গড়ার পথে টেক্টর তুলে নেন নিজের চতুর্থ সেঞ্চুরি। মাত্র ৩১ বলে হাফ সেঞ্চুরি করেন ডকরেল।
১১২ বলে ১৪০ রানের ইনিংস খেলে অবশেষে ফেরেন টেক্টর। ৭টি চার ও দশটি ছয় মারেন এই ২৩ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। শেষদিকে ডকরেল নিজের ইনিংসের গতি বজায় রাখেন। সাথে মার্ক এডায়ারের ৮ বলে ২০ রানের ইনিংস আয়ারল্যান্ডের সংগ্রহকে নিয়ে যায় ৩১৯ রানে। ৩ ছয় আর ৪ চারে ডকরেল অপরাজিত থাকেন ৪৭ বলে ৭৪ রান করে।
বাংলাদেশের বোলারদের মধ্যে কেবল হাসান মাহমুদই একটু প্রতিরোধ গড়তে পেরেছেন। ৯ ওভারে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। খরুচে বোলিং করেছেন শরিফুল ইসলাম, ৯ ওভারে ২ উইকেট নিতে ৮৩ রান গুনেছেন এই বাঁহাতি পেসার। এবাদত ও তাইজুল নিয়েছেন একটি করে উইকেট।