চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা গোল মেসির
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে পিএসজি বিদায় নিলেও ব্যক্তিগত একটি অর্জনের মালিক হয়েছেন লিওনেল মেসি। যদিও মেসি নিজেই মৌসুম শেষে পিএসজি ছেড়েছেন। তবে ইউরোপিয়ান ফুটবলে নিজের শেষ ছাপটি রেখে গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ মৌসুমের সেরা গোল হিসেবে নির্বাচিত হয়েছে মেসির গোল। ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা আজ এই ঘোষণা দেয়।
গ্রুপপর্বে পিএসজির তৃতীয় ম্যাচে বেনফিকার বিপক্ষে তাদেরই মাঠে করা মেসির গোলটি এবারের মৌসুমের সেরা গোল হিসেবে স্বীকৃতি পেয়েছে। গোলটিতে অবদান ছিলো পিএসজির অন্য দুই মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং নেইমারেরও। ব্রাজিলিয়ান উইঙ্গার নেইমারের পাস থেকে বক্সের বাইরে থেকে প্রথম স্পর্শেই বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশ করেন মেসি।
চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে মেসিকে আর কখনো না দেখা যাওয়ার সম্ভাবনাই বেশি। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেওয়ায় ইউরোপিয়ান ফুটবলে আর দেখা যাবে না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
তবে যাওয়ার আগে অন্তত একটি ব্যক্তিগত অর্জন সঙ্গী হলো মেসির। চ্যাম্পিয়ন্স লিগে সব মিলিয়ে ১২৯টি গোল করেছেন আর্জেন্টাইন জাদুকর। যা টুর্নামেন্টের ইতিহাসে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ।