টোল আদায়ে সমস্যা নেই আর, স্বাভাবিকে ফিরেছে শেখ মুজিবুর রহমান মহাসড়কে যান চলাচল
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে আজও যান চলাচল স্বাভাবিক ছিল। গতকাল প্রথম দিন মহাসড়কটি চালু হওয়ার প্রথম দিনে টোল আদায়ে ধীরগতি ও সফটওয়্যার বিড়ম্বনায় কয়েক কিলোমিটার জুড়ে তৈরি হয় যানজট । এই যানজট ধলেশ্বরী টোল প্লাজা থেকে ৫ কিলোমিটার দূর পর্যন্ত দেখা যায়। তবে আজকের দৃশ্য ছিল ভিন্ন। টোল প্লাজার সামনে নির্দিষ্ট লাইনে দাড়িয়ে অল্প কিছুক্ষণের মধ্যে টোল দিয়ে পাড়ি দিতে পারছে মহাসড়কে ।
টোল প্লাজায় মাওয়া ও ভাঙ্গা দুই প্রান্তে শুক্রবার ১ জুলাই ২৪ ঘন্টায় ৬৯ লক্ষ ৮১ হাজার ৪৪০ টাকা টোল আদায় আদায় করা হয়েছে। মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা ও ভাঙা টোল প্লাজা দিয়ে ২৬ হাজার ৬৪টি গাড়ি টোল দিয়ে পারাপার হয়। তবে গতকাল উভয়প্রান্তে টোল প্লাজায় ধীর গতির কারণে দীর্ঘক্ষণ যানবাহন পারাপারের অপেক্ষায় থাকে, টোল প্লাজা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরেও যানজট দেখা দেয়। তবে আজ সকাল থেকে টোল প্লাজায় অনেকটা স্বাভাবিক রয়েছে।
সড়ক ও জনপথের সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাহিন রেজা জানান, গত ২৪ ঘন্টায় দুই প্রান্তের ভাঙ্গা ও ধলেশ্বরী টোল প্লাজায় ৬৯ লাখ ৮১ হাজার ৪৪০ টাকা টোল আদায় হয়েছে।
মহাসড়কে ধলেশ্বরী টোল প্লাজার ব্যবস্থাপক নজরুল ইসলাম জানান, গতকাল শুক্রবারে যে চিত্র ছিল আজ তার উল্টো। স্বাভাবিকভাবেই যানবাহন পাড়ি দিতে পারছে দুই প্রান্তে। গতকাল ছুটির দিন হওয়াতে একসাথে অনেক গাড়ি পদ্মা সেতু পারি দিতে জড়ো হয়। আর মাঝেমধ্যে সফটওয়্যার সমস্যা ছিল অল্প সময়ের জন্য। তবে তাৎক্ষণিকভাবে দুজন টেকনিশিয়ান সফটওয়্যার জনিত সমস্যাটি সমাধান করে ফেলে। আজ সফটওয়ারের কোনো সমস্যা দেখা দেয়নি।