বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছে মিয়ানমার: র্যাব মহাপরিচালক
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন শনিবার (২৪ ফেব্রুয়ারি) বলেছেন, মিয়ানমারের জান্তা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ চালানোর চেষ্টা করছে।
এক প্রতিবেদনে প্রথম আলো জানিয়েছে, র্যাবের ডিজি সাংবাদিকদের বলেন, 'রোহিঙ্গাদের আগমনের সময় থেকে মিয়ানমার বাংলাদেশকে উস্কানি দিয়ে আসছে। তবে কখনোই যুদ্ধে না জড়ানো প্রধানমন্ত্রীর দৃঢ়চেতা মনোভাব ও প্রজ্ঞা; কারণ যুদ্ধে জড়ানো মানেই দেশটা শেষ হয়ে যাওয়া।'
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, 'মিয়ানমারে এখন সামরিক সরকার রয়েছে। তারা এখন চাচ্ছে যে যুদ্ধ বাধাতে পারলে ও (মিয়ানমারের জান্তা সরকার) সেফ (বেঁচে যাবে) হবে। কারণ ওর দেশে যে অবস্থা তৈরি হয়েছে — ওর দেশের আরাকান আর্মি ওর বিরুদ্ধে গিয়ে বিভিন্ন জায়গা দখল করছে।'