রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ৫ ছাত্রনেতা আহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাধিক বাম ধারার ছাত্র সংগঠনের পাঁচ ছাত্রনেতার ওপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
সোমবার (১৫ জুলাই) বিকালে কোনোরকম বিরোধ ছাড়াই তাদের উপর হামলা করা হয়েছে বলে প্রক্টর বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রনেতারা হলেন- বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সদস্য আল আশরাফ রাফী, ছাত্র গণমঞ্চের আহবায়ক নাসিম সরকার এবং সাধারণ শিক্ষার্থী ইব্রাহিম।
হামলার শিকার শিক্ষার্থীরা লিখিত অভিযোগে জানান, বাম ছাত্র সংগঠনের কয়েকজন নেতা সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মমতাজ উদ্দিন কলা ভবনের সামনের আমবাগানের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় ছাত্রলীগের কয়েকজন এসে অতর্কিত হামলা করে এবং তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে।
ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন বলেন, 'রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ মানুষ প্রিন্স হোসেন রাঈলের নেতৃত্বে হামলা হয়েছে। হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন।'
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক বলেন, 'অভিযোগ পেয়েছি। তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।'