কোটা সংস্কার আন্দোলনকারীদের খুলনা-যশোর মহাসড়ক অবরোধ
কোটা সংস্কারের দাবিতে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছেন খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে তারা খুলনা-যশোর মহাসড়কের দৌলতপুরের নতুনরাস্তা মোড় অবরোধ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে দুপুর ১২টার দিকে খুলনার শিববাড়ি মোড়ের দিকে রওনা হন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, এই মিছিলটি নিয়ে তারা পরবর্তীতে খুলনার জিরোপয়েন্ট মোড়ে যাবেন। সেখানে তাদের সঙ্গে যুক্ত হবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা গেছে, আজ খুলনার বিভিন্ন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হয়েছেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও।
এদিকে অসংখ্য শিক্ষার্থীর অবরোধ ও মিছিলের কারণে শহরের ময়লাপোতা থেকে শিববাড়ী হয়ে দৌলতপুর পর্যন্ত বিচ্ছিন্নভাবে যানজট সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীরা বলছেন, ছাত্রদের আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তারা আরও তীব্রভাবে আন্দোলন শুরু করেছেন।
আবরোধের সময়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদ জানান।