কোটা সহিংসতা: কমিশনকে ৪৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে সরকার
সরকার ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ঘটা প্রাণহানিসহ সমস্ত ঘটনা তদন্তের জন্য গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনকে ৪৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে।
কমিশনের দায়িত্বের রূপরেখা দিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) গেজেট প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
১৮ জুলাই হাইকোর্টের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে সভাপতি করে বিচার বিভাগীয় কমিশন গঠন করে সরকার। কমিশনের অন্য দুই সদস্য হলেন বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।
কমিশনকে ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত ঘটা মৃত্যুর কারণ অনুসন্ধান এবং মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া এ সময়ে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও চিহ্নিত করবে কমিশন।
সারাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ শতাধিক মানুষ নিহত ও অসংখ্য আহত হয়েছেন।
২৯ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ওই দিন পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১৫০ জন।
তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ সংখ্যা ২০০-এর বেশি বলে উল্লেখ করা হয়েছে।