বিক্ষোভ-সহিংসতায় অগ্নিগর্ভ দেশ, সারা দেশে নিহত অন্তত ৯৪
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে সংঘাত-সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ায় অন্তত ৯৪ জন নিহত হয়েছেন। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
দেশের বিভিন্ন স্থানে চলছে সংঘর্ষের ঘটনা। সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে এ পর্যন্ত যতজন নিহত হয়েছেন:
- ঢাকা: ১১; মিরপুর ২, জিগাতলা ১, উত্তরা ২, কারওয়ান বাজার ১, ফার্মগেট ১, ডেমরা ১, সাভার ১, অজ্ঞাত ২
- মুন্সিগঞ্জ: ৩
- মাগুরা: ১
- সিরাজগঞ্জ: ২৫
- পাবনা: ৩
- বগুড়া: ৫
- জয়পুরহাট: ১
- রংপুর: ৫
- বরিশাল: ১
- কুমিল্লা: ৩
- ফেনী: ৮
- কিশোরগঞ্জ: ৪
- লক্ষ্মীপুর: ৮
- সিলেট: ৫
- জয়পুরহাট: ১
- নরসিংদী: ৬
- ভোলা: ১
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো সব খবর পড়ুন এখানে:
ঢাকা
কারওয়ান বাজারে গুলিতে নিহত এক শিক্ষার্থী
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এক সংঘর্ষের সময় রেজাউল করিম রউফ নামের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে গুলিতে নিহত হয়েছেন।
রেজাউলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ফার্মগেটে গুলিতে নিহত অফিস সহকারী
রাজধানীর ফার্মগেটে তহিদুল ইসলাম নামের একজন গুলিতে নিহত হয়েছেন। তিনি মহাখালীর ডিওএইচএসে অফিস সহকারীর চাকরি করতেন।
আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে– সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান তাঁকে হাসপাতালে নিয়ে আসা তামজীদ নামের একজন।
উত্তরায় নিহত ২ জন
আন্দোলনকারী ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে রাজধানীর উত্তরায়। এতে অন্তত একজন শিক্ষার্থী ও এক আ.লীগ নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে।
এছাড়া, বিকেল সাড়ে ৫টার দিকে আহত অন্তত ৩০ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
নিহত শিক্ষার্থীর নাম মাহিম (১৭)। গুলিবিদ্ধ অবস্থায় উত্তরা আধুনিক হাসপাতালে আনা নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালটির কর্মকর্তারা।
নিহত আওয়ামী লীগ নেতা হলেন – ঢাকা উত্তর আওয়ামী লীগের এক নং ওয়ার্ডের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম। মৃত্যুসংবাদ আজ বিকেলে টিবিএসকে নিশ্চিত করেন তার ভাই ও সাবেক সংসদ সদস্য আলহাজ হাবিব হাসান।
জিগাতলায় গুলিতে নিহত ১
ঢাকার জিগাতলায় গুলিতে অন্তত একজন শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতের নাম আবদুল্লাহ সিদিকী (২৩), তিনি হাবিবুল্লাহ বাহার ডিগ্রী কলেজের শিক্ষার্থী বলে ঢামেক হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে প্রথম আলো।
গুলিবিদ্ধ আবদুল্লাহকে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬ জন, ভর্তি ১৬
আজ বিকেল ৩টা পর্যন্ত রাজধানীর শাহবাগ, শনির আখড়া, নয়াবাজার, ধানমন্ডি, সায়েন্সল্যাব, পল্টন, প্রেস ক্লাব ও মুন্সীগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৫৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারফিউ প্রত্যাখ্যান, মার্চ টু ঢাকা এগিয়ে সোমবার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 'মার্চ টু ঢাকা' কর্মসূচির তারিখ পরিবর্তন করেছে। মঙ্গলবারের পরিবর্তে আগামীকাল সোমবারই এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
সারা দেশ থেকে আন্দোলনকারীদের ঢাকায় আসার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রোববার আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেন, 'পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের "মার্চ টু ঢাকা" কর্মসূচি আগমী মঙ্গলবার থেকে পরিবর্তন করে আগামীকাল সোমবার করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।'
মিরপুরে বুকে শটগানের গুলিবিদ্ধ হয়ে এক আন্দোলনকারী নিহত
মিরপুর-১০ এ বুকে শাটগানের ছররা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন একজন আন্দোলনকারী। মিরাজ নামের ২৩-২৪ বছর বয়সী ঐ যুবককে মীর আজমল আলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
টিবিএসকে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল়ের চিকিৎসক ডা. ঐন্দ্রিলা। এই হাসপাতালে এপর্যন্ত অন্তত ৫০ জন আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এছাড়া পার্শ্ববর্তী আলোক হাসপাতালে প্রায় ১০০ জন গুলিবিদ্ধকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক ডা. মুশফিক হোসাইন। পাশের পপুলার ডায়াগনস্টিক সেন্টারেও ৫০ জন আহতকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
রাজধানীর ডেমরায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া আরো ২ জনের মৃত্যুর খবর এসেছে।
সিরাজগঞ্জে থানায় হামলা, ১৩ পুলিশ সদস্যসহ নিহত ২৫
সিরাজগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে ১৩ জন পুলিশ সদস্যসহ মোট ২৫ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেয়া ম্যাজিস্ট্রেট লিটুস লরেন্স চিরান।
এর মধ্যে এনায়েতপুরে ১৩ পুলিশ সদস্যসহ ১৬ জন, সিরাজগঞ্জ সদরে তিনজন ও রায়গঞ্জ উপজেলায় ৬ জন নিহত হয়েছেন।
এর আগে সিরাজগঞ্জে দুই সংসদ সদস্যের বাড়িসহ জেলায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে বিক্ষোভকারীরা সদর উপজেলার এসএস রোডে জড়ো হন। এ সময় তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালান। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষোভকারীদের প্রতিহত করার চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর পরপরই সদর উপজেলার বিভিন্ন এলাকায় সংঘর্ষ শুরু হয়।
নরসিংদীতে আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে পিটিয়ে হত্যা
বার্তাসংস্থা ইউএনবি জানিয়েছে, নরদিংদীর মাধবদী উপজেলায় আন্দোলনকারীদের ওপর গুলি চালানোয় স্থানীয় আওয়ামী লীগের ছয় নেতা-কর্মীকে পিটিয়ে হত্যা করেছে আন্দোলনকারীরা।
জয়পুরহাটে নিহত ১
জয়পুরহাটে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আমাদের স্থানীয় প্রতিনিধি।
নিহতের নাম মেহেদী হাসান। তার বিষয়ে আরো বিস্তারিত জানা যায়নি।
এই জেলায় সংঘর্ষে স্থানীয় সংসদ সদস্য শামসুল আলম দুদুসহ দুই শতাধিক আহত হয়েছে।
কিশোরগঞ্জে নিহত অন্তত ৪
যমুনা টিভি জানিয়েছে, কিশোরগঞ্জে সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় সম্পর্কে জানা যায়নি।
লক্ষ্মীপুরে যুবলীগ, ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ, নিহত ৮
লক্ষ্মীপুরে এক দফা দাবিতে আন্দোলনরতদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। রাত সাড়ে ৮টা নাগাদ এই সংঘাতে ৮ জনের মৃত্যুর খবর জানা গেছে। আহতের সংখ্যা শতাধিক।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অরুপ পাল আজ বিকেল ৪টার দিকে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, সংঘর্ষ শুরুর পর থেকে অন্তত ৮টি লাশ হাসপাতালে আনা হয়েছে।
আজ রোববার (৪ আগস্ট) বেলা এগারোটার দিকে বাগবাড়ি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে আন্দোলনকারীদের ধাওয়া দেয়। এরপর বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগকে পাল্টা ধাওয়া দেয় আন্দোলনকারীরা। তারা মিছিল নিয়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।
এসময় মাদাম এলাকা থেকে পাল্টা মিছিল নিয়ে ঝুমুর সিনেমাহলের দিকে যেতে চাইলে দুই-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সংঘর্ষে অন্তত ১৫০ জন আহতের খবর পাওয়া গেছে।
সিলেটে বিজিবি-পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৫
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আন্দোলনেকারীদের সাথে বিজিবি ও পুলিশের পৃথক সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে ঢাকাদক্ষিণ এলাকায় তিনজন ও উপজেলা সদরের চৌমুহনীতে সংঘর্ষে দুইজন নিহত হন। এতে আহত হয়েছেন অনেকে।
চৌমুহনীতে সংঘর্ষে আহত দুজনকে রোববার সন্ধ্যায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক ।
এই দুজন হলেন- ঢাকাদক্ষিণ দত্তরাইল গ্রামের আলাউদ্দিনের পুত্র মিনহাজ উদ্দিন (২৪), পৌর এলাকার ঘোষগাও গ্রামের গৌছ উদ্দিন (৪০)।
সিলেট ওসমানী মেডিকেলের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এর আগে উপজেলার ঢাকাদক্ষিণে সংঘর্ষের ঘটনায় আরও তিনজন মারা যান।
রোববার দুপুর ২টা থেকে এ সংঘর্ষ বাধে।
ঢাকাদক্ষিণে সংঘর্ষে নিহতরা হলেন- উপজেলার বারকুট গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩), উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮) ও ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিশ্চিন্ত গ্রামের বাসিন্দা নাজমুল ইসলাম (২২)।
গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা সুদর্শন সেন সংঘর্ষে তাজ উদ্দিন ও সানি আহমদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি তিনি। আর নাজমুলের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তার পিতা তৈয়ব আলী।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবরোধ চলাকালে শিক্ষার্থী ও জনতা ঢাকাদক্ষিণ এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সংঘর্ষে পুলিশ- বিজিবি সদস্য ও বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন। কয়েকজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
জানা যায়, রোববার সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালনে সকাল ১১টার দিকে ঢাকাদক্ষিণ বাজারে শিক্ষার্থীরা মিছিল বের করে। এসময় পুলিশ-বিজিবির সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধলে উভয় পক্ষে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষ প্রায় ৩ ঘন্টা টানা চলে।
এসময় শিক্ষার্থীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হন। এছাড়াও বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। এ সংঘর্ষে এক পর্যায়ে পুলিশকে ধাওয়া দিয়ে শিক্ষার্থীরা ঢাকাদক্ষিণ গোলাপগঞ্জ রোডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিয়ে আসলে, সেখানে গুলিতে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে গোলাপগঞ্জে শহরে আন্দোলনকারীরা মিছিল বের করলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর চৌমুহনী এলাকা আন্দোলনকারীরা দখলে নিয়ে থানায় হামলা চালায়। এসময় দুজন নিহত হন। আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে।
সন্ধ্যার পর ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর একটি দল।
ফেনীতে সংঘর্ষ, নিহত ৮
ফেনীতে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছেন।
এদের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহীপাল এলাকায় সংঘর্ষ চলাকালে অন্তত ৫ জন নিহত হন বলে জানিয়েছেন টিবিএসের প্রতিবেদক।
নিহত পাঁচজনের লাশ ফেনী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে বলে টিবিএসকে জানিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আসিফ ইকবাল।
এছাড়া সংঘর্ষের সময় আরো ৩ জন নিহত হওয়ার কথা জানিয়েছে গণমাধ্যম প্রথম আলো।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কুমিল্লায় নিহত ৩
কুমিল্লার দেবিদ্বারে গুলিবিদ্ধ হয়ে আব্দুল রাজ্জাক রুবেল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান।
এদিকে কুমিল্লার ইলিয়টগঞ্জ মহাসড়ক ফাঁড়ির মো. এরশাদ আলী নামের একজন কনস্টেবলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে রিজিওনের পুলিশ সুপারইনটেনডেন্ট মো খায়রুল আলম।
তিনি বলেন, বিক্ষোভকারীরা হঠাৎ করেই পুলিশের ওপর আক্রমণ করে। এসময় পুলিশ সদস্যরা ফাঁড়ির ছাদে উঠে আশ্রয় নেন। কিন্তু, সময়মতো ছাদে উঠতে পারেননি এরশাদ। তখন তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত আরেকজনের মরদেহ আনা হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। এতে মৃত্যুর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
গুলিতে ঝাঁঝরা ওই লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে টিবিএসকে জানান হাসপাতালের পরিচালক ফজলে রাব্বি।
এছাড়া গুলিবিদ্ধ আরো ৩২ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বরিশালে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত
বরিশালে আন্দোলনকারীদের সাথে সংর্ঘর্ষে টুটুল চৌধুরী (৬০) নামে একজন আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। বিষয়টি টিবিএসকে নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক এএসএম সায়েম চৌধুরী।
সাভারে একজন নিহত
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহমেদুল হক তিতাস দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দুপুর ১টা ২০ মিনিটের দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি গুলিবিদ্ধ একজনকে আমাদের এখানে নিয়ে আসেন। তারা হাসপাতালে লাশটি রেখে চলে যান। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।'
নিহত যুবকের বয়স আনুমানিক ৩ বছর বলে জানান তিনি। নিহতের পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে বলে জানান আহমেদুল ইসলাম।
মৃতের নাম-পরিচয় কিছু জানা যায়নি।
পাবনায় সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের একাংশের সংঘর্ষে তিন জন নিহত এবং ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এডওয়ার্ড কলেজে থেকে একটি মিছিল নিয়ে আন্দোলনকারীরা মধ্য শহরের ট্রাফিক মোড়ে এস সমবেত হয়ে বিক্ষোভ করতে থাকেন। অপর দিকে আওয়ামী লীগেরও পূর্বনির্ধারিত সমাবেশ চলছিল। এ সময় হঠাৎ করেই উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
রংপুরে আওয়ামী লীগ নেতাসহ সংঘাতে নিহত ৫ জন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচিকে কেন্দ্র করে ঘটা সংঘর্ষে রংপুর সিটি কর্পোরেশনের একজন কাউন্সিলরসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন।
এছাড়া, সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে সমকালের এক প্রতিবেদনসূত্রে জানা গেছে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে, এরা হলেন – রংপুর সিটির ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর এবং পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি হারাধন রায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম সবুজ এবং যুবলীগ নেতা মাসুম।
অন্য দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
বাংলামোটরে বিক্ষোভকারী-আওয়ামী লীগের সংঘর্ষ
রাজধানীর বাংলামোটরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। দুপুর ১টা ৫০ মিনিটে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাংলামোটরে একটি পুলিশ বক্সে ভাঙ্চুরের তথ্য পাওয়া গেছে।
বাংলামোটরে থাকা টিবিএসের একজন সংবাদকর্মী জানান, 'বেলা ১২টা ৪০ মিনিটে ক্ষমতাসীন দলের ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল মগবাজার মোড় থেকে বাংলামোটরের দিকে আসে। ওই সময় শাহবাগ থেকে আন্দোলনকারীদের একটি মিছিল মুখোমুখি হলে, উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।'
পরে শাহবাগ থেকে আরও বিক্ষোভকারী এসে যোগ দিলে আওয়ামী লীগ পিছু হটতে বাধ্য হয় এবং আন্দোলনকারীরা বাংলামোটরের রাস্তা ব্লক করে অবস্থান নেন।
বগুড়ায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ; নিহত ৫
নিহতরা হলেন– বগুড়া সদর বানদিঘী এলাকার রিকশাচালক আব্দুল মান্নান (৬৫); গাবতলীর গোরদহ এলাকায় বাসিন্দা ও উপজেলা পৌর শ্রমিক দলের সহসভাপতি জিল্লুর রহমান (৪২); বগুড়ার শিবগঞ্জের পালিকান্তা পীরব এলাকার বাসিন্দা সেলিম রেজা (৩৪), কাহালু উপজেলার মুনিরুল ইসলাম ও অজ্ঞাত এক যুবক।
মৃত্যুর তথ্যগুলো নিশ্চিত করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, হাসপাতালে এখনো ভর্তি রয়েছেন আহত ৭৩ জন।
সরকারের পদত্যাগের এক দফা কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বগুড়া শহরের সাতমাথাসহ বিভিন্ন স্থান অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশ ও আন্দোলনকারীদের মাঝে।
দিনব্যাপী সংঘর্ষ চলাকালে তিন থানায় হামলা, টিএন্ডটি, সদর ভূমি অফিস, আওয়ামী লীগ কার্যালয়সহ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
ভোলায় ত্রিমুখী সংঘর্ষে পথচারী নিহত
ভোলায় পুলিশ, আওয়ামী লীগ সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের ত্রিমুখী সংর্ঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জসিম উদ্দিন (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) ভোলা জেলা শহরের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জসিমউদ্দিন ভোলা পৌর নবীপুর এলাকার তালুকদার মসজিদ গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি ভোলার নতুন বাজারে ছাতা মেরামতের কাজ করতেন।
তার ছোট ভাই সবুজ জানান, 'সংঘর্ষ চলার সময় দুপুর ২টায় চকবাজারে গুলিবিদ্ধ হয়েছে আমার ভাই। এমন খবর পেয়ে ছুটে যাই খলিফাপট্টির মসজিদের সামনে। গিয়ে দেখি আমার ভাইয়ের মাথায় ও বুকে গুলি লেগেছে, এবং তিনি মারা গেছেন। এরপর আর লাশ হাসপাতালে নেইনি। তার মরদেহ বাড়িতে নিয়ে এসেছি।'
ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, 'এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পেয়েছি আমরা। এছাড়া ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। তারা হলেন– তামিম মাইনুদ্দিন (২৫), মমিন (১৫), রানা হোসেন (৩৪), শাকিল (১৯) ও সৌরভ সাহা (২১)।'
মোবাইল ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত
যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে মোবাইলে ইন্টারনেট সেবা। টেলিযোগাযোগ সূত্রগুলো বলছেম সরকারের পক্ষ থেকে এরই মধ্যে ফোরজি পরিষেবা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে সবগুলো মোবাইল অপারেটরকে।
তবে ব্রডব্যান্ড ইন্টারনেটের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি। আইএসপিগুলোকে ইন্টারনেট সরবরাহকারী আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়েগুলো এখন পর্যন্ত কোন নিয়ন্ত্রণের নির্দেশনা পায়নি বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
সিএমএম আদালত চত্বরে পুলিশের একটি গাড়িতে আগুন; প্রিজন ভ্যান ও গাড়ি ভাঙচুর
রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার (৪ আগস্ট) সকাল ১১টার পর এ ঘটনা ঘটে। এ সময় সিএমএম আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া সংঘর্ষ চলাকালে দুপুরের দিকে কোর্ট প্রাঙ্গণে অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের অন্তত চারটি গাড়ি ও দুটি প্রিজন ভ্যান ভাঙচুর করে।
শাহবাগে আসছে আরও মিছিল
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে হাজার হাজার বিক্ষোভকারী শাহবাগে অবস্থান করছেন। আরও মিছিল আসছে তাদের সঙ্গে যোগ দিতে।
শাহবাগ থানার সামনে পুলিশ অবস্থান নিয়েছে। থানার সামনে বিক্ষোভকারীদের একাংশ সেখানে অবস্থান থানার দিকে কাউকে না যাওয়ার অনুরোধ করছেন।
মুন্সিগঞ্জে আন্দোলনে ত্রিমুখী সংঘর্ষ: নিহত ৩
মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত কর্মসূচিতে আন্দোলনকারীদের সাথে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৩ জন।
এদের মধ্যে কাজে যাওয়ার পথে দুইজন নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে। আর সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
অপর একজনের মৃত্যু সম্পর্কে জানা যায় দৈনিক প্রথম আলোর সূত্রে।
গুলিবিদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। পর্যবেক্ষণ করে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএসএমএমইউতে গাড়িতে আগুন
রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।
বিএসএমএমইউয়ের হেপাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. গুলজার হোসেন উজ্জ্বল টিবিএসকে বলেন, বিএসএমএমইউএর বি ব্লকের নিচে থাকা প্রায় ৫০টি গাড়ি ও বেশ কিছু মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের গাড়ি, মোটরসাইকেল রয়েছে।
তিনি বলেন, 'বর্তমানে চিকিৎসক, নার্সরা যার যার ডিপার্টমেন্টে আটকা পড়ে আছেন। রোগী ও রোগীর স্বজনেরা অনেক আতঙ্কিত। এখন পর্যন্ত হাসপাতালে দায়িত্বরত কয়কজন আনসার সদস্য আহত হয়েছেন; তবে তাদের আহতের মাত্রা কতটুকু এখনও জানা যায়নি।'
খুলনার রাজপথে আন্দোলনকারীরা: বন্ধ দূর পাল্লার বাস, আতঙ্ক জনমনে
খুলনায় অসহযোগ আন্দোলন পালনের জন্য নগরীর শিববাড়ি মোড়ে জড়ো হতে শুরু করেছেন আন্দোলনকারীরা। সকাল সাড়ে ১০ টা থেকে তারা ধীরে ধীরে নগরীর শীববাড়ি মোড়ে অবস্থান নেওয়া শুরু করেন। বেলা ১১ টা পর্যন্ত মাত্র আধাঘন্টায় প্রায় ২ হাজার শিক্ষার্থীর সেখানে উপস্থিতি হয়। এছাড়া খন্ড খন্ড ভাবে শিক্ষার্থীরা যোগ হচ্ছিল। তাদের সাথে কথা বলে জানা গেছে, শিববাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করার পরিকল্পনাও রয়েছে।
থমেথমে ঢাকা, ফাঁকা রাস্তা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আজ সকালে ঢাকার রাস্তাগুলো বেশিরভাগই ফাঁকা ছিল। সপ্তাহের শুরুর দিন সকালে সাধারণত রাস্তায় যত মানুষের চলাচল থাকে, আজ সেরকম মানুষের আনাগোনা দেখা যায়নি।
মূল সড়কে গণপরিবহন তেমন একটা চলছে না। অল্প কিছু ব্যক্তিগত গাড়ি বের হয়েছে। মগবাজার, কাকরাইল, শান্তিনগর, বিজয়নগর, বায়তুল মোকাররম, মৎস্য ভবন এলাকায় রাস্তায় বাসসহ তেমন কোনো গণপরিবহন দেখা যায়নি। এসব এলাকায় রিক্সা ও সিএনজি চলছে সীমিত সংখ্যায়।